আজ (সোমবার) থেকে শুরু হয়েছে জামাল ভূঁইয়াদের কাতার সফরের জন্য অনুশীলন ক্যাম্প। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হওয়া অনুশীলন চলেছে প্রায় দুই ঘণ্টা। এই অনুশীলন হয়েছে করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট ছাড়াই। গতকাল বিকেলে করোনা পরীক্ষা করানো হয়েছিল সকল ফুটবলারদের। সেই রিপোর্ট আজ সন্ধ্যা নাগাদ পাওয়ার কথা। রিপোর্ট পাওয়ার আগেই অনুশীলনে নেমে পড়লেন জেমি ডে’র শিষ্যরা। 

রিপোর্টের আগেই অনুশীলন কেন? অনুশীলন শেষে মিডিয়ায় এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ব্রিটিশ কোচ জেমি ডে-কে। তিনি অবশ্য ফরোয়ার্ড পাসেই উত্তর দিয়েছেন, ‘ছেলেরা হোটেলে স্বাস্থ্যবিধির মধ্যেই ছিল। লিগে নেগেটিভ রিপোর্ট নিয়েই খেলেছে। আশা করি এটা তেমন কোনো ইস্যু হবে না।’ 

ফুটবলাররা নেগেটিভ রিপোর্ট নিয়ে লিগে খেললেও ঈদের ছুটিতে প্রায় সবাই বাড়ি গিয়েছেন। অনেকে বিমানে ও বিভিন্ন মাধ্যমে নিজ জেলা থেকে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এসেছেন। তাই রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত খানিকটা শঙ্কা থেকেই যায়। কেউ পজিটিভ হয়ে গেলে সেক্ষেত্রে আজকের অনুশীলনের পর অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং পুরো ক্যাম্পেই ভীতিকর অবস্থা তৈরি হতে পারে।

ফুটবল ফেডারেশন ফুটবলারদের অনুশীলন খানিকটা স্বাস্থ্যবিধি মানিয়ে করার চেষ্টা করছে। অনুশীলন কাভার করতে আসা সাংবাদিকদের ভিন্ন গেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। তবে স্টেডিয়ামে নিয়োজিত নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মীরা প্রায়ই ফুটবলারদের কাছাকাছি যান। নেপাল সফরের আগে ক্যাম্প করার পর শেষ মুহূর্তে করোনা পজিটিভ হওয়ায় রহমত আর যেতে পারেননি দলের সাথে। সেটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হলেও কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। 

এজেড/এটি/টিআইএস