নারী ফুটবল লিগের খেলা আবারও শুরু হয়েছে। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিতেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে নাসরিন স্পোর্টস একাডেমিকে, কুমিল্লা ইউনাইটেড ২-১ গোলে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে এবং এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে সুদ্দোপুস্করিনি যুব স্পোর্টিং ক্লাবকে হারায়।

তীব্র গরমের মধ্যেই খেলছেন নারী ফুটবলাররা। আজ (বুধবার) দিনে তিনটি ম্যাচ হয়েছে। তিনটি ম্যাচের মধ্যে একটি সকাল দশটায় আরেকটি দুপুর সোয়া দুইটায় শুরু হয়েছে। টার্ফে রোদের উত্তাপ আরও বেশি ছড়ায়। এই গরমের মধ্যেই খেলছেন ফুটবলাররা। পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলেও দিনে তিন ম্যাচ রয়েছে অনেক দিন।

এজেড/এমএইচ