টটেনহ্যামের সবচেয়ে বড় ভরসার নাম হ্যারি কেইন। বেশ কয়েক বার ধারে খেলতে গেলেও শুরু থেকেই ক্লাবটির সঙ্গে আছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটাই স্পার্স শিবিরে কাটিয়েছেন ইংলিশ এই স্ট্রাইকার। তবে এবার দীর্ঘদিনের এই ক্লাব ছেড়ে যেতে চান তিনি। 

কেন ক্লাব ছাড়তে চান হ্যারি কেইন? সেটিও জানিয়েছেন তিনি। মূলত ট্রফি জয়ের ক্ষুধার সঙ্গে নিজের ক্যারিয়ারকে আরও উঁচুতে নিয়ে যেতে চান এই তারকা ফুটবলার। জানিয়েছেন, তার লক্ষ্য লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্যায়ে যাওয়া। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলতে ভয় পাই না, আমি সেরা হতে চাই। মেসি ও রোনালদোর সমান হতে চাই। এটাই আমার চূড়ান্ত লক্ষ্য। শিরোপা জেতা এবং মৌসুমে ৫০, ৬০, ৭০ গোল করা। আমার নিজের ওপর চাপ যা চাপ দেই, তা অন্য যে কেউ দেওয়ার চেয়ে বেশি।’ 

ক্লাব ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি কখনো বলিনি স্পার্সে ক্যারিয়ার শেষ করব। আবার কখনো এটাও বলিনি যে এই ক্লাব ছেড়ে যাবো। মানুষ বলেছে, সে ট্রফি জয়ের জন্য ক্ষুধার্ত, তার ট্রফি দরকার। কিন্তু আমি অনুভব করি আমার এখনো পুরো একটা ক্যারিয়ার পড়ে আছে খেলার মতো।’

এমএইচ