সাকিবের কাছে দলের প্রত্যাশা কেমন? জানালেন তামিম
তামিম ইকবাল ও সাকিব আল হাসান/ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন দলে ছিলেন না তিনি। সেই নিষেধাজ্ঞা মেয়াদ কাটিয়ে ফিরেই ইনজুরিতে পড়েন সাকিব। এরপর পারিবারিক কারণে আর ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে খেলার জন্য ছুটি নেন। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে অনেকটা জোর করেই তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নামেন সাকিব। তাতে সফল তিনি। ইংল্যান্ডের মাটিতে রীতিমতো ব্যাট হাতে রাজত্ব করেন সাকিব। ৮ ম্যাচে ৮৭ এর মতো গড়ে ৬০৬ রান আসে সাকিবের ব্যাট থেকে। যেখানে ২টি শতকের সাথে অর্ধশতক হাঁকান ৫টি। তিন নম্বরে নেমে এখন পর্যন্ত ২৩ ম্যাচে প্রায় ৫৯ এর মতো গড়ে ১১৭৭ রান আছে সাকিবের দখলে।
বিজ্ঞাপন
তবুও টাইগার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, আগামী ২০২৩ বিশ্বকাপে সাকিবের পরিবর্তে অন্য কাউকে তিনে খেলানোর। তবে এই জায়গায় কেউই সফল হচ্ছেন না। এজন্য আবার সাকিবকেই তিনে ফেরানো হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ (শুক্রবার) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে একথা বলেন তামিম, ‘সাকিব তিন নম্বরেই ব্যাট করবে।’
তবে ইংল্যান্ডে ব্যাটে হাতে যেমন অতিমানবীয় ছিলেন সাকিব, তার কাছে তেমন প্রত্যাশা না রাখার আহ্বান তামিমের। এর কারণও ব্যাখ্যা করেন তিনি।
বিজ্ঞাপন
তামিম জানান, ‘তার প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে সাকিব বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। আমি চাইবো সবসময় সে এমন খেলুক। কিন্তু সবসময় এরকম হবে না। এরকম না খেলতে পারলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি অন্তত সেটা হবো না।’
সঙ্গে যোগ করেন তামিম, ‘একটা ছেলে প্রায় ৮-৯ ম্যাচে ৬০০ রান করেছে, বিশ্ব ক্রিকেটে এমনটা আমরা খুব কম দেখি। যদি ওরকম পারফরম্যান্স নাও হয়, টেনশনের কিছু নেই। আমরা সবাই জানি সে কতটা ভালো। আমি অবশ্য আশাবাদী, সে এবারও ভালো করবে। তিনে সে আগেও ভালো করেছে। তবে মনে রাখতে হবে, বিশ্বকাপের মতাও প্রত্যেক ম্যাচে হবে এমন ভাবলে হবে না। ওরকম না হলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
টিআইএস