দেশের ক্রীড়াঙ্গনে আজ রোববার ব্যস্ত একদিন। ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলছে, আরচ্যারি দল বিশ্বকাপে রানার্স আপ হয়েছে। অন্যদিকে ফুটবল দল আগামীকাল সোমবার বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে সৌদি আরব। ব্রিটিশ কোচ জেমি ডে’র শেষ মুহূর্তের প্রস্তাবে বাফুফে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার ছুটির দিনই ভিসার কাজ শেষ করলেও কোয়ারেন্টাইন নিয়ে খানিকটা জটিলতা ছিল। সেই জটিলতা আজ কেটে যাওয়ায় জামাল ভূঁইয়ারা আগামীকালই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমাদের দল আগামীকাল সকাল এগারোটায় কাতার এয়ারওয়েজ যোগে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। সৌদি আরবে গিয়ে অনুশীলন ম্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা শীঘ্রই প্রদান করব।’

জেমি ডে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন। ৩৩ জনের মধ্যে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ক্যাম্পে যোগ দেননি। ৩২ জনের মধ্যে আবার গোলরক্ষক রানা ইনজুরির জন্য ছিটকে যান। তার পরিবর্তে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে দলে নেন। আজ শেষ মুহূর্তে মিডফিল্ডার সাদ উদ্দিন ক্যাম্প ছেড়ে যান ইনজুরির জন্য। ৩১ জনের মধ্যে জেমি ২৪ জনকে বাছাই করেছেন সৌদি সফরের জন্য। ফ্লাইটের আগে করোনা পরীক্ষা করানো হয়েছে ফুটবলাদের। রোববার রাতের মধ্যে ফল আসার কথা। 

এজেড/এটি