ক্যাম্পের বাইরে ভারতের বিপক্ষে গোলদাতা সাদ
জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে ক্রমাগত বাজে সংবাদ আসছে। কয়েকদিন আগে ইনজুরির জন্য ক্যাম্প থেকে সরে গেলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আজ (রোববার) ক্যাম্প থেকে ইনজুরির জন্য বিদায় নিলেন মিডফিল্ডার সাদ উদ্দিন। সাদ জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র এক পয়েন্ট পেয়েছে। সেই এক পয়েন্টও এসেছে সাদের মাধ্যমে। ২০১৯ সালে ভারতের সল্টলেকে তিনিই একমাত্র গোলটি করেছিলেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘সাদ হাটুর ইনজুরিতে ভুগছিল। এ নিয়ে সে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। চিকিৎসক ও কোচের পরামর্শে শেষ পর্যন্ত সে ক্যাম্প থেকে চলে গেল।’ সাদ উদ্দিন নিজেও শেষ মুহুর্তে ক্যাম্প থেকে চলে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন, ‘ভেবেছিলাম ইনজুরি সমস্যা করবে না। কিন্তু শেষ পর্যন্ত আর ঝুঁকি নেওয়া গেল না। সবাই দোয়া করবেন যেন দ্রুত ফিরতে পারি।’
বিজ্ঞাপন
জাতীয় ফুটবল দলের অনুশীলন এত দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে হলেও আজ বিকেলে হওয়ার কথা ছিল। সাদ ক্যাম্প ছাড়ার দিন অনুশীলনও হচ্ছে না। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আজকের মাঠের অনুশীলন স্থগিত হয়েছে। মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলেই সুইমিং ও জিম হবে।’
জাতীয় ফুটবল দলের সৌদি সফরটি এখনো চূড়ান্ত হয়নি। সৌদি আরব ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল দলের কোয়ারেন্টাইন মওকুফ করা নিয়ে কাজ করছে। আজ বিকেলের দিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাফুফে।
বিজ্ঞাপন
এজেড/এটি