এক গোলের জয়ে এককভাবে শীর্ষে কিংস
নারী ফুটবল লিগের গত আসরে আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। এবার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ দিয়েছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। যদিও সেই চ্যালেঞ্জ আজ উতরে গেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ১-০ গোলে হারিয়েছে আতাউর রহমান স্পোর্টিং ক্লাবকে। টানা চার জয়ে কিংস ১২ পয়েন্ট নিয়ে এককভাবে লিগে শীর্ষে রয়েছে।
প্রথমার্ধে দুই দলের কেউ গোল করতে পারেনি। ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শিউলি আজিম। কিংস গোল পাওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। বৃষ্টি ভেজা মাঠে কিংস তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। অন্য দিকে আতাউর রহমান স্পোর্টিং ক্লাব মাঝে মধ্যে আক্রমণ করে গোলের সৃষ্টি করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিংয়ে খানিকটা সমালোচনা হয়েছে। ইনজুরি সময়ে বক্সের উপর ফ্রি কিক পায় আতাউর রহমান স্পোর্টিং ক্লাব। এত সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়েও ম্যাচে সমতা আনতে পারেনি তারা।
বিজ্ঞাপন
এই ম্যাচে দুই দলে খেলেছেন দুই যমজ বোন আনাই ও আনুচিং। শেষ পর্যন্ত আনাইয়ের কিংস জিতেছে। দুই দলের দুই বোনের লড়াইয়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতা ছিল ফুটবল ফেডারেশনের দুই সহ-সভাপতির মধ্যেও। সেই লড়াইয়ে কিংসের ইমরুল হাসান হারিয়েছেন আতাউর রহমান মানিককে। দ্বিতীয় লেগে মানিক ইমরুলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে পারেন কি না সেটাই দেখার বিষয়।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন