আবাহনীর মাসিহ নামলেন বাংলাদেশের বিপক্ষে
আবাহনীর মাসিহ নামলেন বাংলাদেশের বিপক্ষে
লিড নেওয়ার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আফগানদের হাতে। বাংলাদেশের অর্ধেই বল থাকছে বেশি সময়। ৬৫ মিনিটে আফগান কোচ আনৌশ বাংলাদেশের ক্লাব আবাহনীতে খেলা মাসিহ সাইগানীকে নামান। এই ডিফেন্ডারকে নামিয়ে তাদের রক্ষণ আরও মজবুত করেন। মাসিহ ডিফেন্স সুরক্ষার পাশাপাশি কর্ণার বা আক্রমণের সময় হেডওয়ার্কে গোল করার সক্ষমতা রাখেন। বাংলাদেশের কোচ জেমি ডেও একটি পরিবর্তন করেছেন। মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে মানিক মোল্লাকে নামিয়েছেন। ম্যাচের এখন ৭০ মিনিট চলছে আফগানিস্তান ১-০ গোলে এগিয়ে।
বিজ্ঞাপন
পিছিয়ে পড়ল বাংলাদেশ
প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিডফিল্ড থেকে বাড়ানো এক থ্রুতে ডান প্রান্তে বল পান আফগানদের ডেভিড আফগান নাজিম। আনমার্কড অবস্থায় ছিলেন তিনি। বক্সের বাইরে থেকে মাইনাস করেন আমির শরাফীকে। আমির শরাফীর গার্ডে ছিলেন রিয়াদুল হাসান রাফি। রাফি বল স্পর্শ করার আগেই শরাফী প্লেসিং শটে বল জালে পাঠান। গোলরক্ষক আনিসুর রহমান জিকো পুরোপুরি ডাইভ দিয়েও বলের লাগাল পাননি।
বিজ্ঞাপন
প্রথমার্ধ গোলশূন্য
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রথামর্ধে গোল করতে পারেনি কেউ। প্রথম ত্রিশ মিনিটে আফগানিস্তান বল পজেশনে এক পর্যায়ে ৭১ ভাগ ছিল। পরবর্তীতে অবশ্য বাংলাদেশ বল পজিশনে প্রতিপক্ষের কাছাকাছি আসে। আজ (বৃহস্পতিবার) অভিষিক্ত হিসেবে তারিক কাজী প্রথমার্ধে নজর কাড়া ফুটবল খেলেছেন। আফগানদের কয়েকটি আক্রমণ দুর্দান্তভাবে রুখেছেন। ট্যাকল করতে গিয়ে অবশ্য অভিষেকেই হলুদ কার্ড দেখেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার।
আফগানরা ফিটনেস ও শারীরিকভাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও ট্যাকনিক্যালি খুব বেশি অগ্রসর নন। প্রথামর্ধে আফগানিস্তান তেমন আক্রমণাত্মক বা বিধ্বংসী কিছু করতে পারেনি। বল পজেশন রাখলেও বিচ্ছিন্ন দুই একটি আক্রমণ করেছেন তারা। দূরপাল্লার দুই তিনটি শট অবশ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকো সেভ করেছেন।
ম্যাচের প্রথম কর্ণার পেয়েছিল বাংলাদেশই। অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া কর্ণার থেকে অবশ্য বাংলাদেশ তেমন ফায়দা তুলতে পারেনি। বাংলাদেশের কোচ জেমি ডে খানিকটা রক্ষণাত্মক কৌশলই অবলম্বন করেছেন। আফগানদের বিরুদ্ধে প্রেসিংয়ে যায়নি। কাউন্টার অ্যাটাকে আক্রমণ উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ বক্সের সামনে ফ্রি কিকও পেয়েছিল। সেই ফ্রি কিক থেকে অবশ্য গোল আদায় করতে পারেনি।
আফগানিস্তান কর্ণারের সংখ্যায় বাংলাদেশের চেয়ে বেশি হলেও গোলের সুযোগ সেই অর্থে সৃষ্টি হয়নি। দুই দলই গোল না পেয়ে বিরতিতে গেছে। বাংলাদেশের ক্লাব আবাহনীতে খেলা আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানী একাদশে ছিলেন না। বদলি হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম লেগের ফলাফল ছিল ০-১। ম্যাচটি হয়েছিল তাজিকস্তানের দুশানবেতে।
এজেড/এমএইচ