‘৮৪’তে দুর্বার তপু
আন্তর্জাতিক ফুটবলে শেষ গোলটা পেয়েছিলেন ২০১৮ সালে। সেই গোলটা ছিল ৮৪ মিনিটে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট এনে দেওয়া গোলটাও কাকতালীয়ভাবে এল সেই ৮৪ মিনিটেই। তপু বর্মণের অসাধারণ সে গোলের বন্দনা চলছেই। বাংলাদেশের ফুটবলারদের সচরাচর আন্তর্জাতিক অঙ্গনে এমন গোল করতে দেখা যায় না। একজন সেন্ট্রাল ডিফেন্ডার হয়েও অসাধারণ কন্ট্রোল ও ফিনিশিংয়ে এই গোল করায় সামাজিক মাধ্যমে তপুর গোলের ভিডিও ভাইরাল। শুধু বাংলাদেশের ফুটবলপ্রেমীরাই নন আন্তর্জাতিক অঙ্গনেও এই গোল নিয়ে চলছে আলোচনা।
তপুর গোলে বাংলাদেশ গতকাল ড্র করেছে। তিন বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে তার গোলেই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল৷ জাত ডিফেন্ডার হলেও গোল করার সক্ষমতা রয়েছে তার। ২০১৮ সাফে করেছিলেন দুই গোল। তিন বছর আগে শেষ আন্তর্জাতিক গোল করেছিলেন ম্যাচের ৮৪ মিনিটে। কাকতালীয়ভাবে গতকালের গোলটিও ৮৪ মিনিটে। এর আগের সাফে ভারতের কেরালায় ভুটানের বিরুদ্ধে গোল দিয়ে তার জাতীয় দলের গোলের যাত্রা শুরু। নারায়ণগঞ্জের এই ফুটবলার ২০১৪ সালে জাতীয় ফুটবল দলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন।
বিজ্ঞাপন
তপুর জাতীয় দলের চার গোলের তিন গোলই জেমি ডে’র আমলে। বিশেষ করে গতকালের গোল তো জেমি ডে’কে বাঁচিয়ে দিয়েছে অনেকটা। তাই জেমি তপুর প্রশংসা করতে কার্পণ্য করেননি, ‘এ রকম একজন সলিড ডিফেন্ডারের কাছ থেকে গোল পেলে কোচের কাজ অনেকটা সহজ হয়ে যায়।’ তপু বসুন্ধরা কিংসের অধিনায়ক। কিংসের স্প্যানিশ কোচ তপুর গোলের সক্ষমতা নিয়ে বলেন, ‘কোন পজিশনে কি করতে হবে তপু সেটা দারুণভাবে জানে। বিশেষ করে সেট পিস, ক্রসগুলোতে সে মারাত্মক।’
কোচরা টেকনিক্যাল ব্যাখ্যা দিলেও ফুটবলপ্রেমীরা তপুর ফিনিশিংয়ে মুগ্ধ। অনেকে ‘বাংলার সার্জিও রামোস’ ‘ভারানে’ হিসেবে আখ্যায়িত করছেন। বাফুফের কর্মকর্তারা সচরাচর ফুটবলারদের সেভাবে প্রশংসা করেন না। তবে তপুর গোলে তারাও বিস্মিত। বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, ‘তপুকে আমি স্যালুট জানাই। সে অসাধারণ গোল করেছে। যেটা দলের সবার জন্য অনুপ্রেরণাদায়ী এবং সে নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক অঙ্গনে গোল করে যাচ্ছে৷’
বিজ্ঞাপন
যাকে নিয়ে এত উন্মাদনা ও আলোচনা সেই তপু বলছেন, ‘আজকে ম্যাচটা জেতার জন্য চেষ্টা করেছিলাম খুবই। জিততে পারিনি। যাই হোক ড্র করতে পেরেছি। আমরা সবাই খুশি। কোচিং স্টাফরাও। মাঠে আমাদের ইতিবাচক ভূমিকা ছিল। আশা করি সামনের ম্যাচে আমরা ভালো করবো।’
তার গোলে পাওয়া ড্র পরবর্তী দুই ম্যাচে অনুপ্রেরণা মনে করছেন তিনি, ‘এই ম্যাচের ফলটা আমাদের আরও উজ্জীবিত করবে। ভারতের বিপক্ষে আরও ভালো খেলবো। জেতার জন্য মাঠে নামবো। আমরা টিমওয়ার্ক অনুযায়ী খেলবো। আফগানদের বিপক্ষে সেটার প্রমাণ দেখা গেছে। সবাই অনেক পরিশ্রম করেছে।’
এজেড/এনইউ