বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোকে ব্রাজিলিয়ান অধিনায়ক ক্যাসেমিরো মনে করেন ‘বিশ্বকাপ ম্যাচ’ হিসেবে। এমন এক ম্যাচেই সোমবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে লড়বে তারা। 

এই দুই ম্যাচে তিন গোল করে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতীয় ফরোয়ার্ড সুনীল ছেত্রীর সামনে। ৩ গোল করতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে আইএম বিজয়নকে টপকে গোলের দিক থেকে ভারতীয় হিসেবে সবার উপরে উঠে যাবেন তিনি। 

ভারতীয় দলের হয়ে ১৪ বছর খেলার ফাঁকে তিনবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছেন আইএম বিজয়ন। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় বিজয়নের চারটি গোল করেছিলেন। 

এই তালিকায় বিজয়নের পরেই রয়েছেন সুনীল ছেত্রী। ২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফে সুনীল ২টি গোল করেছিলেন নেপালের বিরুদ্ধে, ভারত ২-০ গোলে ম্যাচটি জিতেছিল। 

এ ছাড়াও দুটি করে গোল রয়েছে বিকাশ পাঁজি (১৯৮৬), জুলস আলবার্তো (২০০২) ও জো পল আনচেরির (২০০২)। ফলে বিজয়নকে টপকে বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের জয়ে সর্বাধিক গোলদাতার নতুন রেকর্ড গড়তে সুনীলের দরকার আর তিনটি গোল।

এমএইচ