এসএ গেমসে ভারোত্তোলনে বাড়ছে আরেকটি স্বর্ণ !
স্বর্ণ পদক আসছে জহুরা খাতুনের কাছে/ঢাকা পোস্ট
২০১৯ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ এশিয়ান গেমস শেষ হয়েছে। সেই গেমস শেষ হওয়ার দেড় বছর পর বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ৮১ ওজন শ্রেণীতে জহুরা খাতুন রৌপ্য জিতেছিলেন। তার সেই ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের ভারোত্তোলক শারন্তি সিং। ভারতের নারী ভারোত্তোলক ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জহুরা খাতুনের স্বর্ণ পদক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন থেকে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে ভারতের ভারোত্তোলক পজিটিভ। ইতোমধ্যে ভারতের অলিম্পিক এসোসিয়েশন ভারোত্তোলকের কাছ থেকে পদক ও মেডেল কেড়ে নিয়েছে। এখন দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির পরবর্তী সভায় রৌপ্য জয়ীকে স্বর্ণ পদক প্রদান করবে’।
বিজ্ঞাপন
সেই অর্থে বাংলাদেশের জহুরা খাতুন স্বর্ণ পদক পাচ্ছেন। বাংলাদেশ কাঠমান্ডু-পোখরা গেমসে ২০ টি স্বর্ণ পদক পেয়েছিল। জহুরার স্বর্ণ যোগ হলে আরও একটি স্বর্ণ বাড়বে। জহুরার স্বর্ণের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে মহিউদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে অলিম্পিককে জানিয়েছি। তারা এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে’।
গেমসে বছর দেড়েক পর ফল পরিবর্তন হওয়ার আরও নজির রয়েছে বলে জানান এই কর্মকর্তা, ‘২০০৪ এসএ গেমসে হামিদুল ব্রোঞ্জ জিতেছিল রৌপ্য জয়ী খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পরবর্তীতে ও রৌপ্য পায়’।
বিজ্ঞাপন
কাঠমান্ডু সাফ গেমসে বাংলাদেশ ভারোত্তোলন থেকে দুইটি স্বর্ণ পদক পেয়েছিল। একটি স্বর্ণ ছিল মাবিয়া আক্তার সীমান্তের আরেকটি জিয়ারুলের।
এজেড/এনইউ