এরিকসেনের জন্য রোনালদোদের প্রার্থনা
হুট করেই যেন ঘটে গেল সব। খেলতে খেলতে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসন। সতীর্থরা ছুটে এলেন। তৈরি করলেন মানব দেয়াল। এরপর উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রার্থনার ঘণ্টা দেড়েক। পরে অবশ্য মিলেছে স্বস্তিও। এরিকসন যে বেঁচে আছেন, জানা গেছে সেটা। উয়েফা জানিয়েছিল, তার অবস্থা স্থিতিশীল।
এর আগেই অবশ্য এরিকসনের জন্য প্রার্থনা চলেছে পুরো বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন বড় ফুটবল তারকারাও। টুইট করেছেন পর্তুগাল ও জুভেন্তাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিজ্ঞাপন
তিনি লিখেছেন, ‘আমাদের ভাবনা ও প্রার্থনা এরিকসেন ও তার পরিবারের জন্য। ভালো খবর পাওয়ার আশায় ফুটবল বিশ্ব অপেক্ষা করছে। শিগগিরই তোমাকে মাঠে ফিরতে দেখার প্রহর গুনছি। ক্রিস, শক্ত থাকো!’
এরিকসেনের একসময়কার সতীর্থ টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারিকেনের টুইট, ‘ক্রিস। তোমার ও তোমার পরিবারের জন্য আমার অনেক ভালোবাসা। সাহস রাখো আমার বন্ধু।’
বিজ্ঞাপন
পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার লেভানদোভস্কির টুইটারে লিখেছেন, ‘এই ধরনের দৃশ্য দেখা আমাদের সবার জন্য ভীষণ কষ্টকর। শুনে খুশি হলাম যে এরিকসেনের অবস্থা স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
চেলসির সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা লিখেছেন, ‘এরিকসেন, তোমার জীবনের জন্য লড়াই করো। আমরা তোমার জন্য প্রার্থনা করছি।’ লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনায় এরিকসেন।’
শনিবার ইউরোতে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যেকার ম্যাচের ৪৩তম মিনিট চলছিল তখন। যখন একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন। বল রিসিভের আগেই হারান জ্ঞান, কোনো রকমের সংঘর্ষ ছাড়াই। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সবাই ছুটে যান তার কাছে। পরে হাসপাতালে নেওয়া হয় এরিকসনকে।
এমএইচ