ম্যাচের বাকি নেই আর এক দিনও, এমনই সময় এক দুঃসংবাদ পায় ভেনেজুয়েলা। করোনায় আক্রান্ত হয়েছিলেন দলের ৮ ফুটবলার। ফলে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচের ঠিক আগে তারা দলে ডেকেছে আরও ১৬ জন খেলোয়াড়কে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায়। এর ঠিক আগের দিন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ১২ জনের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পায় ভেনেজুয়েলা। ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ থেকে আসে বিবৃতি।

সেখানে বলা হয়, ‘কনমেবল স্বাস্থ্য বিভাগকে ভেনেজুয়েলা দলের খেলোয়াড়– কর্মীসহ ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে সঙ্গনিরোধ করা হয়েছে।’

যদিও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়েছে, শুক্রবার রাতে ভেনেজুয়েলা দল ব্রাজিলে পা রাখার পরেই তারা করোনা আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে কারোই উপসর্গ নেই। তাদের প্রত্যেকে একটি আলাদা ঘরে আইসোলেশেনে রাখা হয়েছে।

কনমেবল তাদের তত্ত্বাবধানে রেখেছে বলে জানা গেছে। ভেনেজুয়েলা পরে জানিয়েছে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা ৮। ফলে স্কোয়াড দাঁড় করানো নিয়েই টানাটানি লেগে যাওয়ার কথা ভেনেজুয়েলার।

তবে দলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভেবেই দলে এবার ১৬ জন খেলোয়াড়কে ডেকেছে দলটি। এক মাসব্যাপী এই টুর্নামেন্টের পরিসর, ব্রাজিলের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এনইউ