জাতীয় দলের হয়ে একটা শিরোপা কাঙ্ক্ষিত থাকে যেকোনো ফুটবলারের জন্যই। লুইস সুয়ারেজ উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জিতেছেন ২০১১ সালে। তবে এবারের টুর্নামেন্ট সুয়ারেজ জিততে চান একটা বিশেষ কারণে। সন্তানদের জন্য চলতি কোপায় উরুগুয়েকে চ্যাম্পিয়ন করতে চান তিনি।

বাংলাদেশ সময় শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা মিশন শুরু করবে উরুগুয়ে। এই ম্যাচের আগে সুয়ারেজ জানিয়েছেন, নিজের কোপা জয়ের ইচ্ছের কথা। সন্তানদের জন্য এবারের শিরোপা জিততে চান বলে জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার। 

তিনি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই আমার শেষ কোপা আমেরিকা। আমি এটা উপভোগের চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব। ইতোমধ্যেই একটা কোপা জিতেছি, কিন্তু এবারেরটাও জিততে চাই। আমার সন্তানরা দেখবে তাদের বাবা আমেরিকার চ্যাম্পিয়ন। সেটা আমার জন্য সুন্দর এবং মনে রাখার মতো কিছু হবে।’

সুয়ারেজ আরও বলেন, ‘তারা আমার সঙ্গে পুরো পরিস্থিতিটা সহ্য করেছে। এই কারণে আমি তিন সন্তানের সঙ্গে কোপা আমেরিকা খেলতে এসেছি। তাদের জন্য এটা বিশেষ মুহূর্ত হবে যদি আমি জাতীয় দলের হয়ে কিছু জিততে পারি। কারণ তারা এটা এখনো দেখেছি এবং এটা আমার জন্যও হবে স্বপ্নের মতো।’

এমএইচ/এটি