লিওনেল মেসি

তিন ম্যাচ ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার সকাল ছয়টায় প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে বেশ কয়েকটি।

এমনকি বিশ্রামে থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক রয় নেইমার জানিয়েছেন এমনটিই। দেশটির বিশ্বস্ত ক্রীড়া সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও জানাচ্ছে, প্যারাগুয়ের বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয় আছে।

তারা জানিয়েছে, রোববার রাতে মেসিকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দিলে কোয়ার্টার ফাইনালের আগে ছন্দ নষ্ট হতে পারে। এমন ভাবনা থেকেই মেসিকে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্রাম দেওয়ার চিন্তা করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত না।

মেসি ছাড়াও প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। একাদশে ফিরতে পারেন লেয়ান্দ্রো পারাদেস ও গঞ্জালো মন্তিয়েল। শুরুর একাদশে লাওতারো মার্টিনেজের জায়গায় খেলতে পারেন সার্জিও আগুয়েরো।

 প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 

এমিলিয়ানো মার্টিনেজ; মোলিনা, পেজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ট্যাগলিয়াফিকো; গুইদো রদ্রিগেজ, পেরেসিস; পাপু গোমেজ, আগুয়েরো, ডি মারিয়া।

এমএইচ