ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। জিয়ার চেয়ে মাত্র আধা পয়েন্ট পেছনে তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। 

ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জের মোহাম্মদ আনিছুজ্জামান জুয়েল, ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু।
 
আজ (সোমবার) সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মোহাম্মদ আবু হানিফকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া স্বর্নাভো চৌধুরীকে, আনিছুজ্জামান জুয়েল ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ অভিক সরকারকে পরাজিত করেন। আগামীকাল (মঙ্গলবার) অস্টম রাউন্ডের খেলা। 

এজেড/টিআইএস