নিরুত্তাপ জেমি-সালাউদ্দিন বৈঠক
ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে বৈঠক শেষে আবার ফেডারেশনে ছুটেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে তার জন্য অপেক্ষায় ছিলেন। কাতার থেকে আসার পর কোয়ারেন্টাইন কাটিয়ে আজই (সোমবার) প্রথম বাফুফে ভবনে যান জেমি ডে।
বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে কাতার সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাফুফে সভাপতি সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলেননি। জেমি ডে অবশ্য মিডিয়ায় কথা বলেছেন। নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালে হারের পরই বাফুফে ও জেমির মধ্যে উষ্ণ সম্পর্ক চলছে। এখনো ১৩ মাস চুক্তি রয়েছে দুই পক্ষের মধ্যে। তারপরও কানাঘুষা চলছে জেমি-বাফুফে সম্পর্ক টিকবে তো?
বিজ্ঞাপন
বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার পর সেই প্রশ্নের উত্তরই জেমিকে আগে দিতে হয়েছে, ‘আমি আমার ভবিষ্যত নিয়ে চিন্তিত নই এখনও। আমার চেয়ে তো আপনারাই বেশি চিন্তিত (হাসি)।’
বাফুফে সভাপতির সাথে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রস্তুতির পরিকল্পনা, সামনের ফিফা প্রীতি ম্যাচ নিয়ে ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমি সামনে বিস্তর পরিকল্পনা পেশ করব।’
বিজ্ঞাপন
বাফুফে সভাপতি আনুষ্ঠানিকভাবে জানাননি জেমি ডে’র ভবিষ্যত নিয়ে। তবে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, তিনি জেমির উপর খুশিও নন আবার নাখোশও নন। জেমি ডে’র সঙ্গে বাফুফে চুক্তি ছেদ করলে অবশ্য চুক্তির অবশিষ্ট মাসের অর্থ দিতে হবে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আমেরিকায় রয়েছেন। তিনি আসার পর জাতীয় দল কমিটি আনুষ্ঠানিকভাবে একটি সভা করে কোচের পর্যালোচনা ও মূল্যায়ন রিপোর্ট করবে।
এজেড/টিআইএস