দুই দলের ম্যাচটি শেষপর্যন্ত আর হলোই না। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব আর গাজী গ্রুপ ক্রিকেটার্স চেয়েছিল ম্যাচটি শেষ করতে। তাদের চাওয়াতেই বাইলজের বাইরে গিয়ে ম্যাচ আয়োজনে সিদ্ধান্ত নিয়েছিল চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আয়োজক সংস্থা সিসিডিএম। তবে বৃষ্টি যেন নিজের সিদ্ধান্তেই অনড়, কোনভাবেই শেষ করা গেল না দুই দলের লড়াই।

ডিপিএলের সুপার লিগ পর্বে দুই দলের এই ম্যাচটি আজ মঙ্গলবার রিজার্ভ ডে তে তৃতীয়বারের মতো মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু আষাঢ়ে বর্ষণে পণ্ড হয়ে গেল সব। প্রাইম দোলেশ্বর আর গাজী গ্রুপের মধ্যকার ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায়, ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকেই।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘আমরা প্রতি দুই রাউন্ডের জন্য একদিন রিজার্ভ ডে রেখেছি। গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের ম্যাচটি আগের সূচির ছিল। বৃষ্টির কারণে এই ম্যাচ আজ রিজার্ভ ডে তে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটিও হলো না। যেহেতু এই রাউন্ডের জন্য সামনে আর কোনো রিজার্ভ ডে নেই, সেজন্য দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হচ্ছে।’

ডিপিএল ২০১৯-২০ মৌসুমের সুপার লিগ পর্বের ম্যাচ ছিল এটি। ১৯ জুন প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বর। সেদিন ম্যাচটি শেষ হতে দেয়নি আষাঢ়ে বৃষ্টি। নতুন সূচিতে পরের দিন আবার মাঠে নামে দুদল, এদিনও একই পরিণতি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় মাহমুদউল্লাহ রিয়াদ, ফরহাদ রেজাদের ম্যাচ শুরুর কথা থাকলেও বাগড়া দিয়েছে বৃষ্টি।

পরে সেই বৃষ্টি আর থামেনি। এতে দুপুর সাড়ে ১২টার দিকে ম্যাচ পরিত্যাক্তের ঘোষণা দেন ম্যাচ অফিশিয়ালিরা। এতে গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়।

মিরপুরে আজ আরও একটি খেলা আছে। রেলিগেশন ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

টিআইএস/এটি