মেসিকে ঘিরে বিশৃঙ্খলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে কলকাতা
দুই যুগ পর লিওনেল মেসি ভারতে। জিওএটি ট্যুরে এসে শুরুতেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। কলকাতায় ঘণ্টাখানেকের মধ্যে আয়োজক কমিটির অব্যবস্থাপনায় যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে হট্টগোলের ঘটনা ঘটে। মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালান ক্ষুব্ধ সমর্থকরা। পরে আয়োজক প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং বিশৃঙ্খলার জন্য মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমা চান। আর এমন ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে প্রচার হয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘নিউ ইয়র্ক টাইমস’ থেকে শুরু করে ব্রিটেনের ‘গার্ডিয়ান’, ‘বিবিসি’-তে শিরোনাম হয়েছে কলকাতা। এমনকি এই বিব্রতকর ঘটনার বর্ণনা রয়েছে স্পেন, ফ্রান্সের সংবাদমাধ্যমেও।
বিজ্ঞাপন
‘নিউ ইয়র্ক টাইমস’ সংবাদপত্রের শিরোনাম, ‘অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং বিশৃঙ্খলার পর লিওনেল মেসির ভারত সফরের আয়োজক আটক’। ওই প্রতিবেদনে আমেরিকান গণমাধ্যমটি যুবভারতীর ঘটনার বিবরণ দিয়েছে। তারা লিখেছে, ‘মেসিকে স্পষ্টভাবে দেখাই যায়নি। যেখানে এক ঘণ্টারও বেশি সময় তার যুবভারতীতে থাকার কথা ছিল, সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে নেন।’
মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা চাওয়া এবং তদন্ত কমিটি গঠনের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘কোনো মন্তব্য নেই’ এই কথাও লিখেছে ‘নিউ ইয়র্ক টাইমস’।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিবিসি শিরোনাম করেছে, ‘লিওনেল মেসির ভারত সফর শুরু হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে’। প্রতিবেদনে তারা লিখেছে, ‘কর্মকর্তা ও রাজনীতিবিদেরা মেসিকে এতটাই ঘিরে রেখেছিলেন যে, কিছুক্ষণ পরেই তিনি বিরক্ত হয়ে যান। মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর নিরাপত্তার কারণে মেসিকে বাইরে নিয়ে যাওয়া হয়। এতেই যুবভারতীর জনতা আক্রমণাত্মক হয়ে ওঠে। চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়।’
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেসির ভারত সফরে বিশৃঙ্খলার নজির কলকাতায়। কেউ কেউ ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন মেসিকে এক ঝলক দেখতে। কিন্তু গ্যালারির প্রায় কোনো জায়গা থেকেই তাকে দেখা যায়নি।’
মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে বিবিসি-র প্রতিবেদনে, ‘এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত’।
ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ বলছে, অব্যবস্থাপনার জন্যই এমন ঘটনা ঘটেছে। তারা লিখেছে, ‘যুবভারতীর দর্শকেরা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।’ শতদ্রুর গ্রেপ্তার হওয়ার খবর তারাও লিখেছে। মুখ্যমন্ত্রী মমতার এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, সেটাও তারা প্রতিবেদনে জানিয়েছে।
মেসিকে ঘিরে কলকাতায় বিশৃঙ্খলার খবর স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যমেও জায়গা পেয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’-র শিরোনাম, ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’। তারা লিখেছে, ‘ইন্টার মায়ামির ফুটবলার মাঠে ঢুকেই মাত্র ২২ মিনিটের মধ্যে বেরিয়ে যান। অথচ সমর্থকেরা হাজার হাজার টাকা খরচ করে এসেছিলেন শুধুমাত্র তাকে দেখবেন বলে।’
যুবভারতীর ঘটনায় ফ্রান্সের দৈনিক ‘লে’কিপ’-এর শিরোনাম ‘বিরক্তিকর’। তারা লিখেছে, ‘প্রচারণামূলক সফরে এসেছিলেন মেসি। তাকে ঘিরে থাকা মানুষের ভিড়ের জন্য দর্শকদের হতাশা চরমে পৌঁছায়। মাঠের অভিজ্ঞতা সমর্থকদের জন্য মর্মান্তিক।’
এফএইচএম/