গ্যালারিতে নেই হাততালি, ভিন্ন আবহে আবাহনী-মোহামেডান লড়াই
স্টেডিয়াম পাড়া, ক্লাব প্রাঙ্গন কোথাও নেই কোনো উত্তেজনা। আবাহনী-মোহামেডান ম্যাচের লড়াই এখন অনেকটা টিভির পর্দায়, পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ গত কয়েক বছর। এরপরও আবাহনী-মোহামেডান ম্যাচে দুই গ্যালারিতে মিলিয়ে হাজারের উপর দর্শক সংখ্যা হতো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকালের (রোববার) ম্যাচ হবে একেবারেই দর্শকশূন্য। দেশের দুই জনপ্রিয় ক্লাবের এমন দ্বৈরথ সাম্প্রতিক সময়ে কখনোই হয়নি। আশির দশকে একবারই আর্মি স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারিতে হয়েছিল দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচ।
ফিকশ্চার অনুযায়ী আবাহনী-মোহামেডান ম্যাচ ছিল রমজানের মধ্যেই। জাতীয় দলের ক্যাম্প, করোনা পরিস্থিতি মিলিয়ে সেই ম্যাচটি এখন এসেছে ২৭ জুন। মোহামেডানের ১২ ফুটবলারসহ মোট ১৭ জন করোনা পজিটিভ ছিল। আজ অবশ্য খানিকটা সুখবরই শোনালের ক্লাবটির ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, ‘আমাদের ফুটবলার যারা পজিটিভ ছিলেন তারা সবাই নেগেটিভ। শুধু রবিউল বাদে। আমি পজিটিভ আজ সকালে পুনরায় পরীক্ষা দিয়েছি, রাতে ফলাফল পাব। নেগেটিভ হলে মাঠে যাব।’
বিজ্ঞাপন
মোহামেডান করোনার বিরুদ্ধে যুদ্ধ করেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামছে। অন্যদিকে ঢাকা আবাহনীর যুদ্ধটা ইনজুরির সঙ্গে। তাদের অন্যতম সেরা দুই ফুটবলার সাদউদ্দিন ও সোহেল রানা নেই ইনজুরির জন্য। আবাহনীর পর্তুগীজ কোচ পেছনে ফেরে তাকাতে চান না আর,‘ এই ম্যাচটি তিন বার পরিবর্তিত হয়েছে। আমরা ঢাকা ডার্বি জিততে চাই। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’ আগের লেগে কুমিল্লায় মোহামেডানের হোম ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী।
মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লি নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভ হয়ে ইতোমধ্যে অনুশীলন করাচ্ছেন,‘আমাদের মাঝে সমস্যা ছিল। সেটা কাটিয়ে এখন সবাই ম্যাচের দিকে মনোযোগী। আমরা জয়ের ধারা বজায় রাখতে চাই।’
করোনা আক্রান্তের পর শারীরিক দুর্বলতা হয়। ১২ জন ফুটবলার করোনা আক্রান্ত হলেও নিজের দলকে সম্পূর্ণ ফিটই বলছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘করোনা আমার একাদশে তেমন প্রভাব ফেলবে না। যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অধিকাংশই ২০ জনের বাইরে। আর ২০ জনের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তারা এখন ফিটই রয়েছে। আমরা এক মাস অনেক অনুশীলন করেছি। আমাদের দল ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট।’
বিজ্ঞাপন
মোহামেডান দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে শুরু করেছে। দ্বিতীয় লেগে তিনটি ম্যাচই জিতেছে সাদা কালোরা। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ হওয়ার পর মোহামেডান দারুণ ফর্মে রয়েছে। আবাহনীর বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠবে মোহামেডান। তখন দ্বিতীয় স্থানে আবাহনী ও শেখ জামালের সাথে পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র এক।
অন্য দিকে ঢাকা আবাহনী বসুন্ধরা কিংসের সঙ্গে ইতোমধ্যে ১১ পয়েন্ট পেছনে রয়েছে। শিরোপা রেস থেকে ছিটকে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়ে দ্বিতীয় স্থান সুসংহত রাখতে চায়।
এজেড/এটি