নৌকাডুবিতে তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ
ফার্নান্দো মার্তিন
স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। পেশাদার ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়া সিএফ-এর কোচ ফার্নান্দো মার্তিন তার তিন সন্তানকে নিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন স্পট লাবুয়ান বাজো দ্বীপের কাছে।
‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌদুর্ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্তিন ও তার তিন সন্তানের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।’- এক বিবৃতিতে জানিয়েছে ভ্যালেন্সিয়া।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়া ও স্প্যানিশ কর্তৃপক্ষ শনিবার বলেছে, শুক্রবার দ্বীপের নিকটস্থ পাদার আইসল্যান্ড প্রণালীতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ১১ জনকে নিয়ে ডুবে যায় নৌকা। বাকিদের উদ্ধার করা গেলেও মার্তিন ও তার তিন সন্তান নিখোঁজ হন।
এই বছর ভ্যালেন্সিয়ার নারীদের বি দলের কোচ হওয়া মা মার্তিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদও। স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল খেলা এই সাবেক ফুটবলের স্ত্রী ও এক মেয়েকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এই ঘটনায় বেঁচে গেছেন আরও চার ক্রু সদস্য ও একজন ট্যুর গাইড।
বিজ্ঞাপন
এফএইচএম/