বছরের শেষ দিনে এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে কিলিয়ান এমবাপে। লা লিগার প্রথম ভাগের খেলা শেষে আসরের শীর্ষ গোলদাতা ফরাসি ফরোয়ার্ড। তাকে ছাড়াই নতুন বছরের প্রায় একমাস মাঠে লড়তে হবে রিয়াল মাদ্রিদকে। বছরের শেষ দিনে এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেল তারা।
বাঁ পায়ের হাঁটুর চোট নিয়ে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এমবাপে। ফরাসি ক্রীড়াবিষয়ক সংবাদপত্র লেকিপ জানিয়েছে এই খবর। বুধবার সকালে এমআরআই স্ক্যান করানোর পর তার লিগামেন্টে স্প্রেইন ধরা পড়েছে।
বিজ্ঞাপন
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা মাঝেমধ্যে হাঁটুতে অস্বস্তিবোধের কথা জানান। যদিও এই সমস্যাকে গুরুত্ব দেননি খুব একটা। খেলে গেছেন। সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচে গোলও করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ওই গোলে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ৫৯ গোল স্পর্শ করেন তিনি।
এই মৌসুমে লিগে ১৮ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন এমবাপে। চ্যাম্পিয়নস লিগেও গোল ৯টি। লিগে দলের সবগুলো ম্যাচ খেললেও ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ছিলেন না তিনি। বলাই যায়, রিয়ালের আক্রমণভাগ তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নতুন করে তার ছিটকে যাওয়ার কারণে বড় ধাক্কা খেল মাদ্রিদ ক্লাব। বছর শেষে শীর্ষ দল বার্সার সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের।
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে, এমবাপেকে ছাড়া রিয়াল দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগে খেলতে হবে রিয়ালকে। আগামী রবিবার বেতিসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। তারপর সুপারকোপা খেলতে সৌদি আরবে উড়াল। দিবে। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। তিন দিন পর ১১ জানুয়ারি সম্ভাব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা কিংবা অ্যাথলেটিক ক্লাব।
এফএইচএম/