হঠাৎ কেন পাল্টে গেল আবাহনী-মোহামেডান ম্যাচের রেফারি
ক্যাপশন দেন গতকালের মতো আজও রেফারি জালাল উদ্দিন।
ম্যাচ শুরুর আধঘণ্টা আগে খেলোয়াড় তালিকা সরবরাহ হয়েছে প্রেসবক্সে। খানিকক্ষণ পর ঘোষণা আসে পরিবর্তন আছে তালিকায়। নতুন তালিকায় দুই দলের একাদশ ঠিকই দেখা গেল আগের তালিকা থেকে। পরিবর্তন শুধু রেফারির নামে।
আবাহনী মোহামেডান ম্যাচে রেফারি হিসেবে ছিলেন মিজানুর রহমান। তার পরিবর্তে নতুন তালিকায় দেখা গেল জালাল উদ্দিনবে। হঠাৎ রেফারির নাম পরিবর্তন প্রসঙ্গে ম্যাচ কমিশনার আজাদ রহমান জানান, ‘মিজান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। শারীরিক পরিস্থিতিতে ম্যাচ পরিচালনা সম্ভব ছিল না তার জন্য। এজন্য তাকে বাসায় পাঠানো হয়েছে।’
বিজ্ঞাপন
আবাহনী মোহামেডান ম্যাচের জন্য পাঁচ জনের প্যানেল ছিল। সেই প্যানেল থেকে ব্যাক আপ রেফারি থাকা জালাল উদ্দিন এই ম্যাচের বাঁশি বাজাচ্ছেন। জালাল গতকাল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচও রেফারি ছিলেন।
এজেড/এমএইচ/এটি
বিজ্ঞাপন