কোপা আমেরিকার শুরু থেকেই আর্জেন্টিনা নিজেদের অনুশীলন পর্বের পুরোটা সারছিল নিজেদের দেশে। ম্যাচের আগের দিনই মূলত আয়োজক দেশ ব্রাজিলে আসতেন দলটির ফুটবলাররা। কিন্তু শোনা গিয়েছিল, কোপায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার পর কোয়ার্টার ফাইনালের আগে দেশে ফিরে যাবেন না মেসিরা।

ভ্রমণ ক্লান্তি কাটাতে দলের কোচিং স্টাফের সদস্যদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানা যায়। কিন্তু এখন আর্জেন্টিনার অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টারের আগে দেশে ফিরছেন মেসিরা। 

যদিও কেনো আবার হুট করে সিদ্ধান্তের বদল, এটি জানায়নি সংবাদ মাধ্যমটি। সূচি অনুযায়ী ৪ জুলাই (রোববার) পড়তে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল। বলিভিয়া ম্যাচের পর মাঝের সময়গুলো নিজেদের দেশেই অনুশীলন করবেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স অঞ্চলের অধিভুক্ত শহর এজেইজায় নিজেদের ক্যাম্প করেছে আলবিসেলেস্তেরা।

চলতি কোপায় গ্রুপ পর্বে এরইমধ্যে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ শেষে দেশে ফিরে গিয়েছিল তারা। উরুগুয়ের বিপক্ষে খেলার পর ৩ দিনের ব্যবধানে ব্রাসিলিয়ায় একই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ থাকায় তখন ব্রাজিলে থেকে যায়।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে মাঝে পাঁচ দিন সময় পাবেন মেসিরা। তারা ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে শেষ আটে বাংলাদেশ সময় রোববার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও একইদিন ভোর ৪টায় মাঠে নামবে দলটি। 

এমএইচ