পর্তুগাল বনাম বেলজিয়াম
ইউরোর শেষ ষোলোর ম্যাচ
বাংলাদেশ সময় রাত একটায়

পর্তুগাল পেরিয়ে এসেছে গ্রুপ অব ডেথ। বি গ্রুপে বেলজিয়াম রীতিমতো উড়িয়ে এসেছে তিন প্রতিপক্ষকে। তবুও ‍দুই দলের লড়াইটা যে হবে জমজমাট, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’। লড়াইটা হবে তাই রোমাঞ্চকর।

পর্তুগাল ইউরোয় নিজেদের মিশন শুরু করে হাঙ্গেরিকে উড়িয়ে। দ্বিতীয় ম্যাচেই জার্মানির বিপক্ষে হারের পর ফ্রান্সের বিপক্ষে ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে নিশ্চিত করে নকআউট। অন্যদিকে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করে বেলজিয়াম। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ডেনমার্ককে হারায় ২-১ গোলে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি।  

পরিসংখ্যান কী বলে

এখনো পর্যন্ত মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও পর্তুগাল। যেখানে ৬টিতে জয় পেয়েছে পর্তুগাল, ৭ ম্যাচে ড্র আর পাঁচ ম্যাচ জিতেছে বেলজিয়াম। ২০‘৮ সালে সর্বশেষ দেখায় গোলশূন্য ড্র করে তারা। 

তারা কী বলেন

আমরা অনুপ্রাণিত এবং লক্ষ্যে অবিচল। এটা তেমন কিছু, যা আমরা করতে পারি। গ্রুপ পর্বে আমরা অনেক বেশি রোমাঞ্চ ও উত্তেজনা অনুভব করেছি। পর্তুগাল এমন দল যারা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। ম্যাচটা ক্লোজ হোক অথবা ওপেন, কী ঘটছে সেটার ওপরই নির্ভর করে। 

রবার্তো মানচিনি, কোচ, বেলজিয়াম

বেলজিয়াম গোল করে এবং খুব কম সময়ই তারা সংগ্রাম করে। তাদের দারুণ কিছু খেলোয়াড় আছে কিন্তু তাদের ম্যান মার্কিং নেই, আমাদেরও। এই দলগুলো প্রায় একই রকম। এখানে শুধু খেললেই হবে না, জিততেও হবে। আমরা জানি প্রতিপক্ষ ভালো দল। আমি বিশ্বাস করি আমরাও ভালো করব। 

ফার্নান্দো সান্তোস, কোচ, পর্তুগাল

একাদশ কেমন হবে

সম্ভাব্য একাদশ, বেলজিয়াম: 


কর্তোয়া, 
অ্যাল্ডারওয়েয়ার্ড, ভার্মেলেন, ভার্টনঝেন; 
মিউনিয়ার, ডি ব্রুইনা, উইটসেল, টি হ্যাজার্ড; 
ক্যারাসকো, লুকাকু ও অ্যাডেন হ্যাজার্ড। 

সম্ভাব্য একাদশ, পর্তুগাল: 

রুই প্যাট্রসিও, 
নলসন সেমেডো, রেবেন ডায়াস, পেপে, গেরেরিও
পালহিনহা, রেনাটো সাঞ্ছেজ, জোও মাউতিনহো, 
বার্নার্ডো সিলভা, রোনালদো ও ডিয়েগো জোতা

এমএইচ/এটি