গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করে আলী দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন পর্তুগালের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। রাউন্ড অফ ১৬ ম্যাচের গতকাল এক গোল করলেই জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতেন  রোনালদো। কিন্তু এমন সম্ভাবনার দিনে উল্টো ১-০ গোলে বেলজিয়ামের কাছে হেরে পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 

ইউরোর সবচেয়ে বড় তারকা রোনালদো। বড় তারকা বিদায়ে টুর্নামেন্টের আকর্ষণ বিবর্ণ দেখছেন অনেকেই। তবে আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস দেখছেন অন্যভাবে, ‘রোনালদো ও পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও রোনালদোর নাম ইউরো ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে।’ গতবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে ইউরোর সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি বড় করে দেখছেন ল্যামোস, ‘সে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ফলে তার নাম সব সময় উচ্চারিত হবে।’

রোনালদোর বিদায়ের পেছনে বেলজিয়ামের হ্যাজার্ডের পারফরম্যান্সকে পার্থক্য মনে করেন এই পর্তুগীজ, ‘ম্যাচটি ৫০-৫০ ছিল। প্রথমার্ধে বেলজিয়াম কিছুটা এগিয়ে ছিল এবং হ্যাজার্ড পার্থক্য গড়ে দিয়েছে।’

দ্বিতীয়ার্ধে পর্তুগাল খেলায় ফিরলেও গোল করতে পারেনি। ইউরো থেকে নিজ দেশের বিদায়টা দুর্ভাগ্যজনকও বলছেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে একটি গোল পেয়ে গেলে ম্যাচের চিত্র আবার ভিন্ন হতে পারত।’

এজেড/এটি/এমএইচ