পাঁচ দলের সাফ, ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আজ (বৃহস্পতিবার) সাফের দেশগুলোর সাধারণ সম্পাদকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে ভুটান ফুটবল ফেডারেশন আসন্ন সাফে তাদের অংশগ্রহণের অপরাগতা প্রকাশ করেছে।
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ভুটানের সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছেন যে, করোনা পরিস্থিতিতে তারা সরকারের কাছ থেকে দেশের বাইরে যাওয়া অনুমতি পাবে না। ফলে তাদের অংশগ্রহণ সম্ভব না।’ ফিফার নিষেধাজ্ঞার জন্য পাকিস্তানের অংশগ্রহণ সম্ভব নয়। ফলে এখন অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে পাঁচটি।
বিজ্ঞাপন
পাঁচ দল হলে গ্রুপের পরিবর্তে লিগ ভিত্তিক খেলা হওয়ার ইঙ্গিত সাধারণ সম্পাদকের, ‘পাঁচ দল হলে তো লিগ আকারে আয়োজন করতে হবে। সেক্ষেত্রে শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।’
সাফের আয়োজনে শঙ্কা তিনটি। করোনা, ভেন্যু ও স্পন্সর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেপ্টেম্বরে সাফ আয়োজন সম্ভব নয়। সিলেট অথবা চট্টগ্রামে সাফ খেলতে আপত্তি নেই মালদ্বীপ, শ্রীলঙ্কার।
বিজ্ঞাপন
মূল সমস্যা এখন স্পন্সর। পৃষ্ঠপোষক না পেলে জামাল ভূঁইয়া-সুনীল ছেত্রীদের টুর্নামেন্ট ভেস্তে যাবে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পৃষ্ঠপোষক খোঁজার জন্য কিছুদিন সময় চেয়েছেন। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সভাপতির বার্তাই আজ সভায় দিয়েছেন, ‘আমরা বলেছি ১৫ দিনের মধ্যে স্পন্সর চূড়ান্ত করব। এর মধ্যে যদি অন্য কোনো দেশ যদি স্পন্সর পায় তাদেরটাও বিবেচনা করব।’
এজেড/এটি