শিরোপা না জিতলেও মেসি ইতিহাসের সেরা ফুটবলার
ক্লাব ফুটবলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়েও লিওনেল মেসি চারবার পৌঁছেছেন শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। শেষ অবধি অবশ্য জেতা হয়নি ট্রফিটা। ফাইনালে থেমেছে মেসির শিরোপা জয়ের সম্ভাবনা। গোলের পর গোল করে, বছরের পর বছর ধরে ধারাবাহিকতা দেখিয়েও তাই মেসির শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ হয় বারবার।
একটা আন্তর্জাতিক শিরোপা না থাকলে মেসির ক্যারিয়ার অপূর্ণ থাকবে বলেই মনে করেন অনেকে। আর্জেন্টাইন অধিনায়কের সামনে আবারও সুযোগ এসেছে দেশের হয়ে ট্রফি জেতার। রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় এবারের কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
এই ম্যাচ জিতলেই দূর হবে মেসির দীর্ঘদিনের আক্ষেপ। এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অবশ্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলছেন, শিরোপা না জিতলেও ইতিহাসের সেরা ফুটবলারই হয়ে থাকবেন তিনি। দেখিয়েছেন আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের স্বপ্নও।
তিনি বলেন, ‘মেসি কোনো কিছু জিতুক অথবা না। সে ইতিহাসের সেরা ফুটবলার হয়েই থাকবে। তার সেটা প্রমাণের জন্য শিরোপা জেতার প্রয়োজন নেই। অবশ্যই আমরা জিততে চাই। কারণ আমরা এটার জন্য চেষ্টা করে গেছি। বলয় ভাঙিনি, কোনো আক্রান্ত হয়নি আমি শেষটা ভালো করার ওপরই জোর দিচ্ছি।’
বিজ্ঞাপন
গতবারের কোপায় সেমিফাইনালে থেমেছিল মেসিদের যাত্রা। এবারের ফাইনালের প্রতিপক্ষ ব্রাজিলের কাছে হেরেই। ম্যাচশেষে লিওনেল মেসি তুলেছিলেন পক্ষপাতিত্বের অভিযোগ, হয়েছিলেন নিষিদ্ধও। লিওনেল স্ক্যালোনি বলছেন, এটা অন্তত তাদের কাছে কোনো প্রতিশোধের ম্যাচ না।
তিনি বলেন, ‘এটা কোনো প্রতিশোধের ম্যাচ না। আমার বিশ্বাস যে কাজ আমরা করেছি, যে প্রজেক্ট ছিল। অবশ্যই ফাইনালের দিন সেটা সেরা মুহূর্তে পৌঁছাবে, কিন্তু কোনো প্রতিশোধের ম্যাচ না এটা। অন্যদিকে আমাদের আবারও দেখা হবে। আশা করি এটা দারুণ একটা ম্যাচ হবে, সবাই উপভোগ করবে।’
এমএইচ