হারারে টেস্টে চালকের আসনে বাংলাদেশ
হারারে টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়ে এদিনের খেলা শেষ করে টাইগাররা। হাতে এখনো ১০ উইকেট। আগামীকাল (শনিবার) ম্যাচের চতুর্থ দিন এই লিডকে আরও বাড়িয়ে নিতে ব্যাটিংয়ে নামবেন সফরকারী ব্যাটসম্যানরা।
একমাত্র টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৬৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। পরে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। তবে পরে সফরকারী বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকরা। এতে ২৭৬ রানে গুটিয়ে যায় অধিনায়ক ব্রেন্ডন টেলরের দল। প্রথম ইনিংসে ১৯২ রানে লিড নিয়ে ম্যাচের তৃতীয় দিন আবার ব্যাটিংয়ে নামে টাইগাররা। এদিন ১৭ ওভার ব্যাট করে ৪৫ রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও সাদমান ইসলাম।
বিজ্ঞাপন
তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের হাতে এখনো ১০ উইকেট আছে। আগামীকাল ম্যাচের চতুর্থ দিন সাইফ ২০ ও সাদমান ২২ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামবেন।
বাংলাদেশের করা ৪৬৮ রানের পর ৪১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রানের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিও জিম্বাবুয়ে। আজ তৃতীয় দিনে টেলর ৩৭ ও কাইতানো ৩৩ রানে অপরাজিত থেকে আবার ব্যাটিংয়ে নামেন। দিনের প্রথম সেশনটা নিজেদের দখলে রাখে স্বাগতিকরা। সেঞ্চুরির পথে ছোটা টেলর ৮১ রানে আউট হলেও রানের গতি বাড়িয়ে নেন স্বাগতিক ব্যাটসম্যানরা।
বিজ্ঞাপন
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘূর্ণিতে এই সেশনে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে রেখে চোখ রাঙাতে থাকেন কাইতানো। তাকে অবশ্য ফেরান গেল শেষ সেশনের শুরুতেই। টেলরকে আউট করা মিরাজ কাইতোনোর উইকেটও তুলে নেন। সাজঘরে ফেরার আগে ৮৭ রানের ইনিংসটি খেলতে ৩১১ বল খরচ করেন কাইতানো।
পরে মিরাজের ৫ উইকেট পাওয়ার দিনে সুবিধা করতে পারেননি প্রতিপক্ষের আর কোনও ব্যাটসম্যান। গুটিয়ে যায় ২৭৬ রানে। এটি মিরাজের টেস্ট ক্যারিয়ারের অষ্টমবারের মতো ৫ উইকেট পাওয়ার কীর্তি। দেশের বাইরে দ্বিতীয়বারের মতো। মিরাজের ৫ উইকেট পাওয়ার দিনে আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে রান না পেলেও প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৪ উইকেট শিকার করেন তিনি।
প্রথম ইনিংসে ১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শেষ সেশনে ১৭ ওভার ব্যাট করে ৪৫ রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও সাদমান ইসলাম। এতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। হাতে ১০ উইকেট।
টিআইএস