কঠিন চ্যালেঞ্জ জয় করেছেন মাহমুদউল্লাহ
প্রায় দেড় বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে স্কোয়াডে ডাক পান। একমাত্র টেস্টের একাদশেও জায়গা পেয়ে যান। মাঠে ফিরেই বাজিমাত। ব্যাট হাতে খেলেন এই ফরম্যাটের ক্যারিয়ার সেরা ইনিংস। অপরাজিত দেড়শ রান করার পর মাহমুদউল্লাহ জানালেন, পুরো প্রক্রিয়াটা সহজ ছিল না তার জন্য।
হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ জানান, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, নিজেকে প্রমাণের জন্য। আলহামদুলিল্লাহ, আমি খুশি যে দলে অবদান রাখতে পেরেছি। বোলাররাও খুব ভালো বোলিং করেছে। আমরা এখন টেস্টের চালকের আসনে আছি। চতুর্থ দিন নির্ধারণ করবে আমরা কতদূর এগিয়ে যাবো। এখনও খেলা অনেকটুকু বাকি।’
বিজ্ঞাপন
মাহমুদউল্লাহ সবশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে, পাকিস্তানের বিপক্ষে। এরপর সাদা পোশাকে আর বিবেচিত হননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তার জন্য যতটা না কৌশলগত ছিল, তার থেকে বেশি ছিল মানসিকভাবে মানিয়ে নেওয়ার। সে চ্যালেঞ্জে জয়ী হয়েছেন মাহমুদউল্লাহ। এদিন তার অবসর প্রসঙ্গে বেশ নাটকীয়তা তৈরি হলেও এই বিষয়ে মুখ খোলেননি তিনি।
নিজের পারফরম্যান্স নিয়ে জানালেন, ‘টেকনিক্যাল এডজাস্টমেন্টের বিষয় যতটা ছিল তার চেয়েও মেন্টাল এডজাস্টমেন্ট বেশি ছিল। যেহেতু অনেক দিন লাল বলে খেলিনি। চিন্তা করেছি কীভাবে মানিয়ে নেওয়া যায়। বোলারদের নিয়ে চিন্তা করেছি, কে কখনও কতটুকু সিমের সাহায্যে বল করে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। সব মিলিয়ে মানসিক ভারসাম্য ভালো থাকার কারণে ব্যাটিং ভালো হয়েছে।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘এতটা সহজ ছিল না কারণ গত প্রায় দেড় বছর লাল বলের ক্রিকেটের বাইরে ছিলাম। এই সফরের আগেও প্রথমে স্কোয়াডে ছিলাম না, পরে অন্তর্ভুক্ত করা হয়। তারপর থেকে মনোযোগ ছিল সুযোগ পেলে যেন পারফর্ম করতে পারি।’
টিআইএস