ব্রাজিলকে হারানোর সামর্থ্য আছে আর্জেন্টিনার
অন্য সব আর্জেন্টাইনের মতো আমিও ট্রফির জন্য অপেক্ষায় আছি। যদিও ব্রাজিলের মারাকানা থেকে ট্রফি নিয়ে আসা সহজ হবে না। তবে কঠিন কাজটি করার সামর্থ্য আর্জেন্টিনার এই দলের আছে। ব্রাজিলকে তাদের মাটিতে হারানোর সামর্থ্য আমাদের আছে।
আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের ভালো টিমওয়ার্ক রয়েছে। আর্জেন্টিনার অন্যতম ঘাটতির জায়গা কোচ। এ রকম হাইভোল্টেজ ম্যাচে কোচের একটা সিদ্ধান্ত বা কৌশল ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। কোচের অনভিজ্ঞতা যেমন ঘাটতি তেমনি মেসির অভিজ্ঞতা ও সামর্থ্য বাড়তি প্রাপ্তি।
বিজ্ঞাপন
আমার আরেকটা বিষয় দুঃচিন্তা হচ্ছে রক্ষণ নিয়ে। চলমান টুর্নামেন্টে সাধারণ মানের স্ট্রাইকারদের সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে আমাদের রক্ষণভাগকে। সেখানে নেইমারের মতো কৌশলি ফুটবলারকে আটকাতে বেশ ঘাম ঝরাতেই হবে৷
শিরোপা জেতার জন্য শুধু ভালো আক্রমণভাগ হলেই হয় না। রক্ষণও লাগে দুর্দান্ত। এই রক্ষণভাগ যাদের যত সুসংহত থাকবে তাদের তত সম্ভাবনা। ব্রাজিল ও আর্জেন্টিনা এমন এক ম্যাচ যেখানে ম্যাচের দিন স্বাভাবিক কোনো হিসাব-নিকেশ কাজ করে না। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই লাতিন আমেরিকার সেরা হবে।
বিজ্ঞাপন
*বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ