প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে চলেছে বাংলাদেশ দল। এরই মধ্যে শুরু হয়ে গেছে দলীয় অনুশীলন। টাইগারদের অনুশীলন মানেই গণমাধ্যম কর্মীদের ভিড়। সাকিব আল হাসান, তামিম ইকবালদের প্রতিটি পদচারণ পর্যবেক্ষক আর ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকেন তারা। তবে অনুশীলন ম্যাচে সংবাদিক প্রবেশে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট মানেই বাঙালির কাছে বাড়তি উন্মাদনার উপলক্ষ। তারওপর করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে টাইগারদের। এজন্য নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য আলাদা আলাদা প্রাথমিক দল দিয়েছে বিসিবি। যেখানে ওয়ানডে সিরিজের জন্য ডাক পেয়েছেন ২৪ জন। যদিও ইনজুরির কারণে সেই দল থেকে আগেই ছিটকে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। বাকি ২৩ জন নিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কোয়াডে ডাক পাওয়া সদস্যরা। 

আগামী ১৪ ও ১৬ জানুয়ারি সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে হবে ম্যাচ দুইটি। একই জায়গায় ১৮ জানুয়ারি গা গরম ম্যাচ খেলতে নামবে উইন্ডিজ ক্রিকেট দল। সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সংরক্ষিত রেখেছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে বিষয়টি জানিয়েছে টাইগার‍ বোর্ড।

কারণ হিসেবে তারা জানিয়েছে, মূলত করোনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। কারণ, বিকেএসপিতে গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা জায়গা থাকলেও সেটি খেলোয়াড়দের ড্রেসিংরুমের সঙ্গে লাগানো। যেহেতু মিডিয়া কর্মীরা সুরক্ষা বলয়ের বাইরে আছেন, সেজন্যই এমন সিদ্ধান্ত বিসিবির।

টিআইএস/এমএইচ/এটি