নিজেদের মাটিতে ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বের প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার ট্রফি হারিয়েছে। কোপায় রানার্সআপ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল অলিম্পিকের পুরুষ ফুটবলে সোনা জিতেছে। ব্রাজিলের এই সাফল্যের জন্য বাংলাদেশের ব্রাজিলের সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দে অলিভেইরা জুনিয়র। 

বাংলাদেশে ব্রাজিলের সমর্থক অনেক। সেটা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় ভালোভাবেই টের পেয়েছিলেন ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশে থাকতে ব্রাজিল বড় কোনো শিরোপা পাওয়া সন্তুষ্ট প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ ব্রাজিলকে হৃদয় থেকে ভালোবেসে। জাতীয় দল, অলিম্পিক এমনকি ব্রাজিল যুব দলের জন্যও বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের সমান সমর্থন থাকে। কোপায় যেমন ব্রাজিল সমর্থন পেয়েছিল অলিম্পিকেও ব্রাজিলের প্রতি বাংলাদেশের ছিল অকুণ্ঠ সমর্থন। ব্রাজিলের অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ে আমি ব্রাজিল দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। বিশ্বের আর কোনো দেশ ব্রাজিলকে বাংলাদেশের মতো এভাবে সমর্থন করে না।’ 

ব্রাজিল গতকালের ফাইনালটি জিতেছে অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময়ে খেলা যাওয়ার পর বেশ চিন্তায় ছিলেন ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত, ‘অতিরিক্ত সময়ে ম্যাচ যাওয়ার পর কিছুটা চিন্তিত ছিলাম। টাইব্রেকারে যে কোনো কিছু হতে পারে। তাই চেয়েছিলাম যেন ম্যাচটি অতিরিক্ত সময়ে শেষ হোক।’

ব্রাজিল ২০১৬ রিও অলিম্পিকেও ফুটবলে সোনা জিতেছিল। ২০১২ লন্ডন অলিম্পিকে রৌপ্য জিতেছিল লাতিন আমেরিকান এই দেশটি। 

এজেড/এটি/এনইউ