ভারতীয় সোনাজয়ীর প্রশংসা করে বিপাকে পাকিস্তানি অ্যাথলেট
নীরজ ও আরশাদ/ফাইল ছবি
ভারতের বহু প্রতীক্ষিত অলিম্পিক সোনার স্বপ্ন সত্যি হয়েছে গতকাল। বর্শানিক্ষেপে সেরা নৈপুণ্য দেখিয়ে জাতীয় নায়ক বনে গেছেন নীরজ চোপড়া। শুধু দেশেই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রতিদ্বন্দ্বী আরশাদ নাদিম এক টুইট করে ভূয়সী প্রশংসা করেছেন তার।
তবে এরপরই কী ভেবে যেন সেই টুইট ডিলিট করে দিয়েছেন তিনি। এরপরই পড়েছেন তোপের মুখে।
বিজ্ঞাপন
অলিম্পিক বর্ষানিক্ষেপের ফাইনালে গত শনিবার নীরজের প্রতিপক্ষ হিসেবে ছিলেন পাকিস্তানের আরশাদ। তবে নীরজের মতো নৈপুণ্য দেখাতে পারেননি তিনি। পঞ্চম স্থানে শেষ করেন প্রতিযোগিতা।
তাই বলে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভোলেননি আরশাদ। নীরজের সোনা জেতায় উচ্ছ্বসিত আরশাদ টুইট করেন, ‘সোনা জেতার জন্য আমার আদর্শ নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। দুঃখিত পাকিস্তান, আমি তোমাদের জন্য পদক জিততে পারলাম না।’
বিজ্ঞাপন
তবে সেই টুইট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে দেন তিনি। শুধু আগের টুইটের প্রথম বাক্যটি পোস্ট করেন। নতুন করা সেই টুইটে নিজ দেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টির উল্লেখ ছিল না।
বিষয়টি নজর এড়ায়নি তার অনুসরণকারীদের। মন্তব্যের ঝড়ও শুরু হয়ে যায় এরপর। তবে সবাই অবশ্য আরশাদের পক্ষই নিয়েছেন, বরং সমালোচনা করেন তার দেশ পাকিস্তানের।
তার অনুসরণকারীদের কারো কারো অভিমত, মূলত পাকিস্তানের রাজনৈতিক চাপের মুখেই এমন করতে হয়েছে আরশাদকে। কেউ আবার এর জন্য দায় দিচ্ছেন পাকিস্তানের সংবাদমাধ্যমকেও। বলা হচ্ছে, আরশাদ যেভাবে নীরজের প্রশংসা করেছেন আবার একই টুইটে নিজের দেশের কাছে ক্ষমা চেয়েছেন, সেটা মোটেই ভাল ভাবে দেখা হয়নি পাক সংবাদমাধ্যমে!