বছরের পর বছর খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। রিয়াল মাদ্রিদের হয়ে সার্জিও রামোস ও বার্সেলোনার হয়ে লিওনেল মেসির ব্যক্তিগত দ্বৈরথও ছিল আলোচনায়। ‘এল ক্লাসিকো’তে মেসির গোল করার পথে সবচেয়ে বড় বাধা তো ছিলেন রামোসই। 

কেউ হয়তো কখনো ভাবতেও পারেননি দুজন খেলবেন একই দলে। সতীর্থ হয়ে গায়ে জড়াবেন একই জার্সি। কিন্তু সেটিই এখন বাস্তবতা। চলতি মৌসুমেই রিয়াল ছেড়ে রামোস ও বার্সেলোনা ছেড়ে মেসি যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। 

অনেকের কাছেই ব্যাপারটি এখনো অবিশ্বাস্য লাগছে। মেসির সঙ্গে একই ক্লাবে খেলা নিয়ে এতদিন কোনো মন্তব্য পাওয়া যায়নি রামোসের। শেষ অবধি আনুষ্ঠানিকভাবে মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে বুধবার। 

এদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন রামোস। পিএসজিতে নিজেদের জার্সির ছবি দিয়ে এই ডিফেন্ডার লিখেছেন, ‘এমনটা কে ভেবেছিল, তাই না লিও?’

মেসি ও রামোসের পিএসজিতে যোগ দেওয়ার কারণটা প্রায় কাছাকাছি। নতুন চুক্তির ব্যাপারে ক্লাবের সঙ্গে সম্মত হতে পারেননি রামোস। বার্সেলোনা ও মেসির ইচ্ছে থাকলেও অর্থনৈতিক অবকাঠামোগত বাধ্যবাধকতায় নতুন চুক্তি সম্ভব হয়নি। প্রতিদ্বন্দ্বীর মতো সতীর্থ হিসেবেও নিশ্চয়ই আলোচনায় থাকবেন মেসি ও রামোস!

এমএইচ