পয়েন্ট খোয়াল জামালের কলকাতা মোহামেডান
ছবি: কলকাতা মোহামেডান
আই লিগে অভিষেকেই জয়ের স্বাদটা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে দ্বিতীয় ম্যাচেই পেলেন ড্রয়ের বিস্বাদ। চার্চিল ব্রাদার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কলকাতা মোহামেডান। চলতি আইলিগের প্রথম গোলশূন্য ড্র এটি।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার দল কলকাতা মোহামেডান আই লিগের দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হয়। কল্যাণী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এই ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যেতে পারতো কলকাতার দলটি। অরিজিত বাগুইয়ের কাটব্যাক থেকে পাওয়া বল কাজে লাগাতে পারেননি সঞ্জীব ঘোষ, লক্ষ্যভ্রষ্ট হয় তার চেষ্টা।
বিজ্ঞাপন
এর মিনিট চারেক পর জামাল ভুঁইয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি কোনো সতীর্থই। প্রতিপক্ষ ডিফেন্ডার সুরেশ মাতেই সহজেই বল আয়ত্বে নেন সে যাত্রায়। এরপর নিজেদের খানিকটা গুছিয়ে নিয়ে পরের আধঘণ্টায় অনেক সুযোগ সৃষ্টি করেছে স্বাগতিক চার্চিল। তবে মোহামেডান গোলরক্ষক শুভম রয়ের দারুণ নৈপুণ্যে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচটি। চার্চিল ফরোয়ার্ডদের ব্যর্থতাও ছিল বৈকি। লুকা ম্যাজসেন আর ক্লাইভিনের লক্ষ্যভ্রষ্ট শট ছিলো একগাদা।
প্রথমার্ধে মোহামেডান আক্রমণে উঠছিল বেশ। কিন্তু পরে সময় যতই গড়িয়েছে, জামাল ভুঁইয়ারা রক্ষণাত্মক হয়েছেন পাল্লা দিয়ে। শেষদিকে তো লড়াইটা দাঁড়িয়েছিল লুকা, ক্লাইভিনদের সঙ্গে কলকাতা মোহামেডান গোলরক্ষক শুভমের! ম্যাচের শেষ দিকে অবশ্য কয়েকবার প্রতি আক্রমণে উঠেছে মোহামেডান। শেষ মূহুর্তে কর্নার থেকে জামাল ভুঁইয়ার সামনেও সুযোগ এসেছিল নায়ক বনে যাওয়ার। কিন্তু তার দূর্বল কর্নার প্রতিহত হয় প্রতিপক্ষ রক্ষণে। ফলে মৌসুমের প্রথম গোলশূন্য ড্রয়ের সাক্ষী হয় চলতি আই লিগ।
বিজ্ঞাপন
এই ড্রয়ের ফলে দুই ম্যাচ খেলে এক ড্র ও এক জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থান দখল করে আছে কলকাতা মোহামেডান ও চার্চিল ব্রাদার্স। যদিও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে গোয়ার দল চার্চিল।
উল্লেখ্য, ৯ জানুয়ারি দুই দলেরই প্রথম ম্যাচ ছিল। ফয়সাল আলির একমাত্র গোলে কলকাতা মোহামেডান দিল্লির সুদেভা এফসিকে হারায়। অন্য দিকে একই দিন চার্চিল ব্রাদার্স ৫-২ গোলে ইন্ডিয়ান অ্যারোসকে পরাজিত করেছিল।
এজেড/এনইউ