চলে গেলেন হকির আনভীর
বাংলাদেশের হকির অন্যতম পরিচিত মুখ আনভীর আদিল খান ( বাবু )। আজ শনিবার দুপুরে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক। আনভীরের শ্যালক মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
হকির সিনিয়র সংগঠক ও হকি ফেডারেশনের সহ-সভাপতি ইউসুফ আলী দুঃখ ভারাক্রান্ত কন্ঠে বলেন, ‘আনভীর ভাই লাইফ সাপোর্টে ছিলেন। পরিবারের সিদ্ধান্তে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। আমরা হকির আরেক জন লোককে হারালাম’।
বিজ্ঞাপন
বেশ কয়েক দিন যাবৎ হৃদরোগ সহ নানা রোগের জটিলতায় ভুগছিলেন আনভীর। শেষ পর্যন্ত আজ শনিবার পৃথিবী ছাড়লেন সাবেক এই খেলোয়াড়। গত এক-দেড় মাসের মধ্যে হকি বেশ কয়েকজন ব্যক্তিত্বকে হারাল। সাবেক দুই সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মোমিন, শামসুল বারীর পর চলে গেলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনভীর আদিল খান।
আনভীর আদিল খান ক্রীড়াঙ্গনে তার পথচলা শুরু খেলোয়াড় হিসেবে। গোলরক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ঘরোয়া লিগে খেলেছেন। জাতীয় দলেও এক নম্বর গোলরক্ষক হিসেবে ছিলেন বেশ কয়েক বছর। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশ দলের গোলরক্ষক ছিলেন। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর সংগঠক হিসেবে কাজ শুরু করেন। ক্লাবের পাশাপাশি হকি ফেডারেশনেও সংযুক্ত ছিলেন। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদে দক্ষতার সঙ্গে কাজ করেন আনভীর।
বিজ্ঞাপন
ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও জড়িত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতেন। গত কয়েক বছরে রাজনৈতিক সক্রিয়তার জন্য হকি এবং ক্রীড়াঙ্গনে সেভাবে সময় দিতে পারেননি। সাম্পতিক সময়ে অবশ্য তিনি ছেলের সঙ্গে অস্ট্রেলিয়াতে প্রবাস জীবনযাপন করেন। আনভীরের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছে।
এজেড/এটি