তাকে প্রথম বারের মতো বরণ করে নিতে প্রস্তুত পিএসজির ড্রেসিংরুমতিনি আসছেনশুরুর একাদশে জায়গা হলো না মেসির, তবে মৌসুমে প্রথমবারের মতো পিএসজির ম্যাচে নামলেন তার বন্ধু নেইমারনেইমার আলো ছড়ালেন ঠিকইপিএসজিকে ম্যাচের ১৫ মিনিট না যেতেই এগিয়ে দেন কিলিয়ান এমবাপেপ্রথম গোলের যোগানটা আসে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার পা থেকেম্যাচের যা অনিশ্চয়তা ছিল, এমবাপের দ্বিতীয় গোলে উবে গেছে সেটাওঅবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, পিএসজির হয়ে মাঠে নামছেন মেসিতাকে স্বাগত জানায় প্রতিপক্ষ রেঁসের সমর্থকরাওমেসি তার চেনা ছন্দে না থাকলেও চেনা একটা বিষয় ঠিকই দেখা গেছে। তাকে কড়া পাহাড়ায় রাখতে ভোলেনি প্রতিপক্ষজয়ের পর দর্শক অভিবাদনের জবাব দিচ্ছেন মেসি