হকি সিরিজ আগেই জিতে নিয়েছে মাহমুদুর রহমান মোমিন একাদশ। এবার তারা হোয়াইটওয়াশ করল বারী একাদশকে। প্রয়াত দুই সাধারণ সম্পাদক শামসুল বারী ও মাহমুদ উর রহমান মোমিনের স্মরণে হকি ফেডারেশনের নারীদের নিয়ে এক টুর্নামেন্ট আয়োজন করে। 

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে মোমিন একাদশ ২-১ গোলে হারায় শামসুল বারী একাদশকে। সিরিজে পাঁচ ম্যাচের সবগুলোই জিতে নিয়েছে তারা। সিরিজ শুরুর আগে এক সপ্তাহ নারী খেলোয়াড়দের অনুশীলন করানো হয়েছিল। অনুশীলন শেষে হকি ফেডারেশন নারী দলকে দুই ভাগে দুই দলে খেলায়। 

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘আমরা এই সিরিজ থেকে প্রাপ্ত মেধাবী খেলোয়াড়দের একটা তালিকা করব। সেই তালিকা থেকে সামনের দিনে ক্যাম্পে তাদের ডাকা হবে।’ 

আজ সিরিজের শেষ ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। এ সময় ফেডারেশনের সভাপতি, কর্মকর্তাসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনও উপস্থিত ছিলেন।
 
এজেড/এমএইচ