ক্রিশ্চিয়ানো রোনালদো/ফাইল ছবি

ক্যারিয়ারসূর্য ঢলে পড়েছে পশ্চিমাকাশে। তবু ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা যেন কমছেই না। সে উন্মাদনাকে পুঁজি করেই তো ক্লাবগুলোর কোষাগারে উঠে আসে বিপুল অর্থ। মেসি পিএসজিতে নাম লেখানোর পর মুহূর্তেই জার্সি বিক্রি বেড়ে গিয়েছিল হু হু করে। 

এবার শোনা যাচ্ছে রোনালদোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে উন্মাদনার কথা। তার ইউনাইটেডে ফেরার পরেই তার সম্ভাব্য প্রত্যাবর্তন ম্যাচের টিকিট বিক্রি বেড়ে গেছে। শুধু তাই নয়। বাংলাদেশি মুদ্রায় এক একটি টিকিট বিক্রি হচ্ছে সাড়ে তিন‌ লক্ষ টাকা পর্যন্ত!

ইউনাইটেডে যোগ দেওয়া তো আছেই, রোনালদোর উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে তার সদ্য গড়া বিশ্বরেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন জোড়া গোল, তাতেই ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের কীর্তিটি এখন নিজের নামে করে নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন আলী দায়ির করা ১০৯ গোলের কীর্তিকে।

তবে সেদিন জার্সি খোলা উদযাপনে দেখেছেন হলুদ কার্ড, তাতে পর্তুগালের পরের ম্যাচে হয়ে গেছেন নিষিদ্ধ। যে কারণে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষের আগেই তিনি ফিরে এসেছেন ইউনাইটেডে। তাতেই রেড ডেভিলদের হয়ে পরের ম্যাচে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে রোনালদোর। 

আগামী ১১ সেপ্টেম্বর নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলবে ইউনাইটেড। গুঞ্জন আছে, শুরুর একাদশে না হলেও বদলি হিসেবে অন্তত মাঠে নামবেন তিনি। সেটা হলে এই ম্যাচ দিয়েই ঘটবে তার প্রত্যাবর্তন। 

সব মিলিয়ে সেই ম্যাচ নিয়ে আগ্রহ আকাশ ছুঁয়েছে ইংলিশদের। এর সুযোগই কাজে লাগাতে চাইছে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলো। ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ইউনাইটেডের ম্যাচ টিকিটের দাম সাধারণত বয়স ভিত্তিতে ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যে থাকে। এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে। সেই টিকিট এখন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫৯৯ পাউন্ডে! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। সেটা খরচ করতে কুণ্ঠাবোধ করছেন না ভক্তরা, রোনালদোর এমনই মহিমা!

এনইউ/এটি