ফ্লাইট বিড়ম্বনায় জামাল ভূঁইয়ারা
আজ (শুক্রবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ফ্লাইট জটিলতায় জামাল ভূঁইয়াদের দেশে ফেরা কিছুটা পিছিয়েছে। নতুন শিডিউল অনুযায়ী বাংলাদেশ দল রাত এগারোটার দিকে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা-বিশকেক সরাসরি ফ্লাইট নেই। ফলে ট্রানজিট হয়ে যেতে হয়। আজ ভোরে বিশকেক থেকে রওনা হয়েছেন জামালরা। ভোরের ফ্লাইট ছিল সোয়া পাঁচটায়। বাংলাদেশ ও কিরগিজস্তান সময়ের মধ্যে কোনো পাথর্ক্য নেই।
বিশকেক থেকে দুবাইয়ের ফ্লাইট দুই ঘণ্টা দেরি হয়। দুবাইয়ে দুই ঘণ্টা বিলম্বের জন্য দুবাইয়ে ট্রানজিট বেড়ে যায়। বিশকেকে দুই ঘণ্টা বিলম্বের জন্য দুবাইয়ে বাড়তি তিন ঘন্টা ট্রানজিট হয়। সব মিলিয়ে পাঁচ ঘণ্টার বেশি ফ্লাইট বিড়ম্বনায় পড়েন জামালরা।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কিরগিজ সফরে শেষ ম্যাচ খেলে কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে। অলিম্পিক দলের বিপক্ষে ৩-২ গোলে হারে বাংলাদেশ। ম্যাচ শেষ করে হোটেলে ফিরেই বাংলাদেশ দল বিমানবন্দরে রওনা হয়।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন