সময়ের অন্যতম সেরা ম্যানেজার হিসেবে বেশ নামডাক রয়েছে হোসে মরিনিওর। নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ২৫টিরও বেশি লিগ শিরোপা ও টুর্নামেন্ট জিতেছেন বিভিন্ন দলের হয়ে। তার অধীনে এফসি পোর্তো ও ইন্টার মিলান জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এই পর্তুগিজ ম্যানেজার এবার স্পর্শ করলেন আরও একটি মাইলফলক। 

গত রোববার সিরি আর খেলায় সাসুলোকে ২-১ গোলে হারিয়েছে মরিনিওর রোমা। এটি ছিল ম্যানেজার হিসেবে তার ১০০০তম ম্যাচ। দীর্ঘ ক্যারিয়ারে জয়ের পাল্লাটাই ভারি পর্তুগিজ এই কোচের। তার অধীনে মাঠে নেমে ৬৩৮ বার জয়ের দেখা পেয়েছে তার দল। মাত্র ১৫৭টি পরাজয় ও ২০৫টি ড্র ফিকে করতে পারেনি তার অর্জন।

নিজের হাজারতম ম্যাচে জয় পেয়ে আনন্দে ভাসছেন মরিনিও নিজেও। পুরো সপ্তাহজুড়ে সকলকে মিথ্যা বলেছেন দাবি করে মরিনিও বলেন, ‘পুরো সপ্তাহ আমি মিথ্যে বলেছি। আমি বলেছিলাম এটা কোন বিশেষ ম্যাচ না কিন্তু আসলে এটা আমার জন্য একটি বিশেষ ম্যাচ ছিল। আমার হাজারতম ম্যাচে আমি মনে রাখার মত কিছু চেয়েছিলাম।’

রোমা গোলরক্ষক রুই প্যাট্রিসিওর প্রশংসা করে তিনি বলেন খেলাটিতে আরও গোল হতে পারত। কিংবদন্তি এই কোচ বলেন, ‘৬-৬ বা ৭-৭ ও হতে পারত কিন্তু রুই প্যাট্রিসিও অসাধারণ দুটি গোল ঠেকিয়েছে আর আমরা কিছু সুযোগ নষ্ট করেছি। আবেগে ভরপুর অসাধারণ একটি খেলা হয়েছে।’

এই জয়ের পর নিজেকে তরুণ মনে হচ্ছে উল্লেখ করে মরিনিও বলেন, ‘আমার অনেক ভয় ছিল ম্যাচটি হারা নিয়ে। সৌভাগ্যবশত আমরা জিতেছি। আর আমি এমনভাবে দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমার বয়স ৫৮ নয়, ১৪ বছর। আমার দিওনিসির (সাসুলো প্রধান কোচ) জন্য খারাপ লাগছে। তারা সত্যিই অসাধারণ খেলেছে।’

নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জেতানো মরিনিও। গত বছর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে চাকরিচ্যুত হয়ে পুনরায় ইতালিতে পাড়ি জমান তিনি। অতীতে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন এই কোচ। 

এআইএ/এটি/এমএইচ