জুভেন্তাসে ছয় বছর ধরে আছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর এখন তাকে ঘিরেই সাজানো হচ্ছে ক্লাবটির পরিকল্পনা। তবে চলতি মৌসুম শেষেই তুরিনের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে দিবালার।

দ্রুতই তার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী জুভেন্তাস। দিবালারও ইচ্ছে জুভেন্তাসেই থেকে যাওয়ার। নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে অনেকদিন ধরে। এবার বেশ ভালো বেতনই প্রত্যাশা দিবালার। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মালমোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। পেনাল্টি থেকে একটি গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচশেষে জুভেন্তাসের সঙ্গে চুক্তি নিয়ে স্কাই স্পোর্টসকে দিবালা বলেছেন, ‘আমার মনে হয় এই সপ্তাহে নতুন বৈঠক আছে। ডিরেক্টর বদলে গেছে। তাই আমাদের একদম শুরু থেকে সব করতে হচ্ছে। আমরা আশা করছি ভালো একটা সমাপ্তি হবে এসবের। খুব দ্রুতই ভালো কোনো খবর আসবে।’

আর্জেন্টাইন এই তারকা আরও বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি আমার সেরাটা দিতে। আলাপ আলোচনা হচ্ছে। আমরা সবাই একই অবস্থানে আছি। তাই আশা করি ভালো একটা সমাপ্তি হবে।’

দিবালার সঙ্গে চুক্তি নিয়ে মালমো ম্যাচশেষে জুভেন্তাসের ক্লাব ডিরেক্টর পাভেল নেদভেদ বলেছেন, ‘দিবালাকে আমরা প্রজেক্টের কেন্দ্রবিন্দুতে রেখেছি। আমরা তাকে হিসাবেই রেখেছে এবং যত দ্রুত সম্ভব চুক্তিটি সম্পূর্ণ করার চেষ্টা করছি।’

এমএইচ