গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পর আজ (রোববার) বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। গত দুই দিনের মতো আজও জাতীয় দল নিয়ে কোনো মন্তব্য করেননি। তার ভাবনায় আগামীকাল আবাহনীর বিরুদ্ধে ম্যাচ।
 
অস্কার এখনো বসুন্ধরা নিয়ে ভাবলেও বাফুফে আজ অস্কারের জাতীয় দলের বিষয়টি খানিকটা পরিষ্কার করেছে। বিকেলে বাফুফে ভবনে অনানুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই অস্কার ব্রুজন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।’ 

অস্কার ব্রুজনের সঙ্গে বাফুফে আগে আলাপ আলোচনা করেনি সেভাবে। এজন্য কিছু বিষয় অমীমাংসিত ছিল। অস্কারের নাম বাফুফে ঘোষণা করলেও এখনো দুই পক্ষের মধ্যে চুক্তি হয়নি। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি এটা ঠিক। চার পাঁচ দিন পর হলেও এ নিয়ে সমস্যা হবে না। আমরা কোচের নাম ঘোষণার আগের প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করেছি।’

অস্কারের জন্য বাফুফে সাফের কাছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে ৩৫ জনের নাম জমা দেওয়ার। আজ ১৯ সেপ্টেম্বর। এখন পর্যন্ত অস্কার তালিকা জমা দেননি। এই প্রসঙ্গে ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘একেক কোচের একেক রকম দর্শন ও পদ্ধতি। সে তার মতো করে নাম দেবে।’
 
আগামীকাল বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ ঢাকা আবাহনীর বিপক্ষে। পরের দিন থেকেই বাংলাদেশের সাফ মিশন শুরু। ২১ সেপ্টেম্বর বাফুফে আনুষ্ঠানিকভাবে কোচকে পরিচয় করিয়ে দেবে। ওই দিন অস্কার সংক্ষিপ্ত দলও ঘোষণা করবেন। সেই দিন বিকেল থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন।
 
এজেড/এমএইচ