এখনই দুইটি জাতীয় দলের ভাবনা নেই বাংলাদেশের
করোনাভাইরাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে। পাশাপাশি দুটি সিরিজ থাকলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের কারণে। এজন্য কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, দুটি জাতীয় দল তৈরির ভাবনার কথা। তবে এখনই সে ভাবনা নেই বলে জানালেন আকরাম খান।
গত ২৬ আগস্ট ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম শেষে পাপন বলেছেন, ‘একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুটি জাতীয় দল গঠন করা সম্ভব।’- মূলত প্রসঙ্গটি উঠেছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ এবং নিউজিল্যান্ড সফর থাকায়। কারণ নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে খেলোয়াড়দের। এনিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।
বিজ্ঞাপন
তবে আজ (রোববার) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘বিশ্বকাপের পরপরই পাকিস্তান আসবে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপরই কিন্তু দল নিউজিল্যান্ডে চলে যাবে। আগে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন আর হচ্ছে না। দুইটা দল করার কথা উঠেছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ সাংঘর্ষিক হওয়ায়। সেই জিনিসটা এখন আর হচ্ছে না তাই দুটি দলের চিন্তাধারাও করতে হচ্ছে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ শুরুর ১৯ নভেম্বর। ডিসেম্বরে এই সিরিজ শেষে নিউনিল্যান্ড যাবে বাংলাদেশ দল। হাতে সময় থাকায় এই সফরে কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে না। এজন্য নিজেদের ভাবনায় পরিবর্তন এনেছে বোর্ড। আকরাম বললেন, এই পরিস্থিতিতে দুটি দল এখই হচ্ছে না।
বিজ্ঞাপন
আকরাম জানালেন, ‘আমরা চিন্তায় রেখেছি। অনেক খেলোয়াড় উঠে আসছে, ভালোও করছে। এই সুযোগ থাকলে ভালো। তবে এই পরিস্থিতিতে দুটি দল হচ্ছে না।’
টিআইএস/এমএইচ