লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো-কে সেরা? এ নিয়ে তর্ক চলছে গত দেড় দশক ধরেই। কখনো মেসি ছাড়িয়ে যান রোনালদোকে, কখনো আবার হয় উল্টোটা। তবে এ বছরের আয়ের দিক থেকে কিন্তু ঠিকই এগিয়ে পর্তুগিজ তারকা। 

মৌসুম শুরুর আগে দুজনেই পাড়ি জমিয়েছেন নতুন ক্লাবে। রোনালদো ফিরেছেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। মেসি যোগ দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এই দুই তারকার আয়ের খবর জানিয়েছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস।

তাদের দেওয়া তথ্যমতে ফুটবলারদের মধ্যে আয়কর দেওয়ার আগে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। এর মধ্যে ৭০ মিলিয়ন ডলার তিনি পান ম্যান ইউর দেওয়া বেতন থেকে। বাকি ৫৫ মিলিয়ন ইউরো পান তিনি পান স্পন্সদের কাছ থেকে।

এই খাতে সবচেয়ে বেশি আয় করা অন্যতম শীর্ষ ক্রীড়াবিদ রোনালদো। এই তালিকায় তার উপরে আছেন আরও তিন ক্রীড়াবিদ। টেনিসে তারকা রজার ফেদারার স্পনশরশিপ থেকে আয় করেন ৯০ মিলিয়ন ডলার। বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের এই খাতে আয় বার্ষিক ৬৫ মিলিয়ন ডলার। এছাড়া ৬০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় তার উপরে আছেন টাইগার উডস।  

১১০ মিলিয়ন ডলার আয় করে রোনালদোর ঠিক পরেই আছেন মেসি। তিন ও চারে আছেন তার দুই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র। নেইমার বছরে আয় ৯৫ মিলিয়ন ডলার আর চারে থাকা ফরাসি তারকা এমবাপে আয় করেন ৪৩ মিলিয়ন ডলার। ৪১ মিলিয়ন ডলার আয় করে পাঁচে আছেন মোহাম্মদ সালাহ। 

এমএইচ/এটি