জামালরা চ্যাম্পিয়ন হলে ‘অকল্পনীয়’ পুরস্কার
আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলে বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ দল মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে দেশ ছাড়বেন। এর আগে আজ (শুক্রবার) বিকেলে জাতীয় দলের অনুশীলন দেখতে এসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারশের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
জাতীয় দলের ফুটবলারদের বড় ম্যাচের আগে অথবা টুর্নামেন্টে ভালো করলে সাধারণত বোনাস ঘোষণা করেন বাফুফে সভাপতি। আসন্ন সাফের আগে এমন কোনো ঘোষণা আছে কিনা এই প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আমি ভেবে রেখেছি। এখন কোনো ঘোষণা দেব না। যতবার ঘোষণা দিয়েছি রেজাল্ট পাইনি। চ্যাম্পিয়ন হলে কল্পনাও করতে পারবে না কি উপহার দেব।’
বিজ্ঞাপন
বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাংলাদেশ দল ফাইনালে খেলবে এমন প্রত্যাশা করেন। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ নিচের দিক থেকে দ্বিতীয় নম্বর অবস্থানে। অন্য দলগুলো যেখানে দীর্ঘমেয়াদী অনুশীলন করে সাফ খেলতে আসবে, সেখানে বাংলাদেশ যাবে মাত্র দিন সাতেকের অনুশীলনে। এতে সমস্যা দেখছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ফিটনেস নিয়ে কাজ করার কিছু নেই। বসুন্ধরা ও আবাহনী ম্যাচ খেলেছে কিছু দিন আগে। আমি মনে করি আমাদের দল সঠিক অবস্থায় আছে। আশা করি ভালো কিছু করবে।’
সাফ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে কোচ পরিবর্তন। জেমি ডের পরিবর্তে অস্কার ব্রুজনকে বেছে নেয়ার কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘কোচ পরিবর্তন করার প্রয়োজন ছিল। আমার হাতে আর বিকল্প ছিল না। অস্কারই সেরা বিকল্প।’
বিজ্ঞাপন
বাংলাদেশ গত তিন বছর কিছুটা রক্ষণত্মক ফুটবল খেলেছে। অস্কার ব্রুজন জামাল ভূঁইয়াদের আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান। মাত্র অল্প দিনে খেলার ধরণ রপ্ত করতে ফুটবলারদের সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে সভাপতি, ‘জাতীয় দলের একাদশে অধিকাংশ খেলোয়াড় বসুন্ধরার। এছাড়া একাদশ ও যারা খেলে তারা অভিজ্ঞ ও সিনিয়র ফুটবলার। তাদের ধরন বা স্টাইল রপ্ত করতে সমস্যা হওয়ার কথা না।’
বাংলাদেশ দলে মূল সমস্যা স্কোরিং। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে সাফের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। এলিটা সম্পর্কে সালাউদ্দিনের অভিমত, ‘এলিটার ক্ষেত্রে দুটি বিষয় জড়িত। প্রথমত ফিফা এএফসির অনুমতি এরপর কোচ তাকে খেলাবে কিনা সেটাও বিষয়। এর পাশাপাশি ফিটনেসের ব্যাপার রয়েছে।’
অস্কার শুধু সাফেই দায়িত্ব পালন করবেন সেটি স্পষ্ট করেছেন বাফুফে সভাপতি, ‘অস্কার শুধু সাফেই থাকবেন। এক প্রকার বলতে গেলে বসুন্ধরা থেকে ধারে এনেছি। অনূর্ধ্ব-২৩ এ মারুফ কোচিং করবে। এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
অস্কার বসুন্ধরা কিংসের হয়ে কোচিং করিয়েছেন। বাফুফে সভাপতি অস্কারের সঙ্গে আলাপচারিতায় বেশ সন্তুষ্ট, ‘তিন-চারবার ওর সঙ্গে সভা হয়েছে। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ও রাজি হওয়ার পর দলের সঙ্গে একাগ্রভাবে কাজ করছে। এটা আমার ভালো লেগেছে। আগের কোচদের মধ্যে যেটার অভাব ছিল।’
এজেড/টিআইএস