বাংলাদেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনের প্রতিযোগিতা কারণে-অকারণে পেছায়। হকি ফেডারেশন এবার ব্যতিক্রম নজির স্থাপন করছে। পাঁচ দিন এগিয়ে এনেছে প্রিমিয়ার লিগের প্রস্তুতিমুলক টুর্নামেন্ট ক্লাব কাপের সূচি। ১২ অক্টোবরের বদলে এখন ৭ অক্টোবর শুরু হবে ক্লাব কাপ। এই টুর্নামেন্ট পাঁচ দিন এগিয়ে আসায় লিগও পাঁচ দিন এগিয়ে এসেছে। ক্লাব কাপ শেষ হওয়ার তিন দিন পর লিগ। 

গত পরশু হকি ফেডারেশনের লিগ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘ডিসেম্বরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি হকি আয়োজন করব। বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষ্যে জাতীয় দলের প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তুতির বিষয় রয়েছে। এজন্য আমরা পাঁচ দিন করে ঘরোয়া সুচি এগিয়ে এনেছি। ক্লাবগুলো জাতীয় স্বার্থ বিবেচনায় রাজি হয়েছে।’ 

হকি লিগ নেই প্রায় তিন বছর। সার্ভিসেস বাহিনীর খেলোয়াড় ছাড়া অন্যরা হকি স্টিক খুব কম সময় ধরেছেন এই তিন বছরে। মাত্র দলবদল শেষ হলো। দুই সপ্তাহের কম প্রস্তুতিতে ক্লাব কাপ খেলা কষ্টসাধ্যই ক্লাবগুলোর জন্য। গোলরক্ষক কোটা মুক্তির জন্য আন্দোলন করলেও জাতীয় স্বার্থে দ্রুত সময়ে ক্লাব কাপে অংশ নিতে সম্মত হয়েছে মোহামেডানের প্রতিনিধি আরিফুল হক প্রিন্স, ‘আমরা কোটি টাকার উপর খরচ করে দল গড়েছি। দুই সপ্তাহ প্রস্তুতি যথেষ্ট নয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড় আনার বিষয়ও রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় আমরা রাজি হয়েছি।’ 

সার্ভিসেস বাহিনীর খেলোয়াড়দের লিগে অংশ নিতে তাদের স্ব স্ব সংস্থার অনুমতি প্রয়োজন। নৌবাহিনীর খেলোয়াড়রা এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি। লিগ কমিটির জরুরি সভায় নৌবাহিনীর মৌখিক স্বীকৃতিকে বিশেষ বিবেচনায় গণ্য করা হয়েছে। 

এজেড/এমএইচ