ছবি: সংগৃহীত

পেলেকে ছাড়িয়ে গিয়েছিলেন আগেই, অপেক্ষা ছিল জোসেফ বিকানকে ছাড়ানোর। তাহলেই যে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে অপেক্ষাটা শেষ হয়েছে বুধবার রাতে। ন্যাপোলির বিপক্ষে ইতালিয়ান সুপার কাপ ফাইনালে গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন জুভেন্তাস তারকা।

বুধবার মাপেই স্টেডিয়ামের এই ম্যাচে ম্যাচের ৬৪ মিনিটে এই রেকর্ড গড়েন তিনি। তবে গোলটা ঠিক রোনালদো-সুলভ হয়নি, এই যা! ফ্রেদেরিকো বের্নাদেস্কির কর্নার আছড়ে পড়লো বক্সে, সেটা ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি ন্যাপোলি ডিফেন্ডার বাকায়ো; অরক্ষিত রোনালদোর জন্যে সুযোগটা কাজে লাগাতে তেমন বেগই পেতে হয়নি। বিকানকে ছাড়িয়ে গোলের চূড়ায় উঠে যান তিনি। 

রোনালদোর গোলসংখ্যা এখন ৭৬০। দুইয়ে থাকা বিকানের গোল তার চেয়ে একটি কম। পেলেকে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন রোনালদো, যার গোলসংখ্যা ৭৫৭টি। ৭৪৩ গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন রোমারিও। তারই বার্সা-উত্তরসূরী লিওনেল মেসি ৭১৯ গোল নিয়ে আছেন তারপরই। রোনালদো ছাড়া শীর্ষ পাঁচের একমাত্র খেলোয়াড় মেসি, যার ক্যারিয়ার এখনো শেষ হয়নি। তাই এখানেও যে রোনালদো-মেসির অনন্য দ্বৈরথটা জমে উঠবে না, সে সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

৭৬০ ক্যারিয়ার গোলের ৪৫০টি এসেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে, যেখানে নয় বছর খেলে তিনি জিতেছেন দুটো লিগ আর চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১১৮টি, পর্তুগালের পক্ষে তার গোল ১০২টি। ক্যারিয়ার শুরু যেখানে, সে স্পোর্টিং লিসবনের হয়ে তার গোল ৫টি। আর বর্তমান ক্লাব জুভেন্তাসে যোগ দিয়ে করেছেন ৮৫ গোল, তবে সংখ্যাটা যে এখানেও তিন অঙ্কে পৌঁছুবে, তা বলাই বাহুল্য।

গোলের হিসেবে রোনালদোর সবচেয়ে সফল বছর কেটেছে ২০১৩ সালে, যে বছর তিনি গোল করেছিলেন ৬৯টি। তবে এর আগের দুই আর পরের এক বছরেও ষাটটির বেশি গোলের কীর্তি গড়েছিলেন তিনি।

প্রতিপক্ষ হিসেবে রোনালদোর পছন্দ সেভিয়া, তাদের বিপক্ষে ২৭ গোল আছে তার। সাবেক নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২৫ বার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার তৃতীয় সর্বোচ্চ গোল গেতাফের বিপক্ষে, তাদের বিপক্ষে ২৩ গোল করেছেন তিনি। 

এনইউ/এটি