ছবি : সংগৃহীত

চলতি মৌসুমটা ভালো কাটছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। মৌসুম শুরুর আগে অধিনায়ক লিওনেল মেসির দলবদল নিয়ে ঝামেলার পর মাঠের পারফরম্যান্সও ভালো যাচ্ছে না তাদের। সর্বশেষ অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরা হয়নি কাতালান ক্লাবটির। 

এরপর পুরো মৌসুমজুড়েই আলোচিত মেসির ক্লাব ছাড়ার বিষয়টি আবারও সামনে এসেছে। এর মধ্যেই আবার পিএসজির চিপ এক্সিকিউটিভ লিওনার্দো ফুয়েলড মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানান। 
 
তার ওই মন্তব্যের জবাবটা ভালোভাবেই দিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। পিএসজির দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রকে দলে ভেড়ানোর ব্যাপারে তাদেরও আগ্রহ আছে বল জানিয়েছেন এই ডাচ কোচ। 
 
তিনি বলেন, ‘যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন নেইমার ও এমবাপ্পের ব্যাপারে আমার আগ্রহ আছে কিনা, আমি বলবো হ্যাঁ। আমি আসলে জানি না কি হবে এবং এসব ব্যাপারে মন্তব্য করতে পারবো না (মেসির বার্সা ছাড়ার ব্যাপারে)। আমি কেবল এটাই জানি আমরা নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াডটা রাখতে চাই।’

এদিকে বার্সেলোনার জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে সর্বশেষ ম্যাচে। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক ফুটবলারকে চড় মেরে বসেন মেসি। এরপর তাকে লাল কার্ড দেখান রেফারি। পরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। মেসিকে নিয়ে এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে বলে আশা কোম্যানের। 

তিনি বলেন, ‘ক্লাব আমাকে বলেছে তারা দুই ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে একমত না। আমরা দেখবো সবকিছু। এখানে এমন বিষয় আছে যেটাকে ডিফেন্ড করা যাবে। আশা করি তারা তাদের সিদ্ধান্ত বদলাবে, আর সেটা না হলে আমরা দুই ম্যাচ মেসিকে ছাড়াই খেলবো।’

এমএইচ